Sylhet View 24 PRINT

আগামী নির্বাচনে ক্ষমতায় যাবার জন্য আমরা প্রস্তুত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০১-০৯ ১৭:৩১:৪৮

সিলেটভিউ ডেস্ক ::  জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, একজন নির্বাচিত জন প্রতিনিধি যদি পুলিশ প্রটোকলে চলাচল করেন তাহলে জনগণের সঙ্গে তাদের দূরত্ব তৈরি হবে।তারা জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন।জনপ্রতিনিধিরা যদি নিরাপত্তা চায় তাহলে তাদের  জনপ্রতিনিধি হওয়া উচিত নয়।

সোমবার বেলা ১২টায় নগরীর দর্শনামোড়স্থ পল্লী নিবাস বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

দলের সাংগঠনিক অবস্থা তুলে ধরে প্রধানমন্ত্রীর বিশেষ এ দূত বলেন, আগামী নির্বাচনে ক্ষমতায় যাবার জন্য আমরা প্রস্তুত আছি।আমাদের সাংগঠনিক অবস্থা ভালো। যদি নির্বাচন সুষ্ঠু হয় জাতীয় পার্টি আবার ক্ষমতায় আসবে।

এসময় এরশাদ বলেন বিএনপির অবস্থা এখন করুন। তাদের টিকে থাকাটাই দায়।

নিজের মামলা সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এরশাদ বলেন, আমার নামে সব মিথ্যা মামলা দেয়া হয়েছে। বিএনপি সরকারের আমলে জজ সাহেবরা আমার শাস্তি দিতে চাননি বলে তাদেরকে স্ট্যান্ড রিলিজ পর্যন্ত করা হয়েছিল। এখন খালেদা জিয়া দেখছি আদালতে যান। তিনি কবে জেলে যাবেন সেই অপেক্ষায় আছি।

এসময় জেলা জাপার আহ্বায়ক মোফাজ্জল হোসেন মাসবটার, মহানগর জাপার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব এসএম ইয়াসীরসহ বিভিন্ন জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ঢাকা থেকে বিমান যোগে য়ৈসদপুরে অবতরণ করে সড়ক পথে সার্কিট হাউসে পৌঁছে গার্ড অব অনার গ্রহণ করেন এরশাদ।

সিলেটভিউ২৪ডটকম/০৯ জানুয়ারি ২০১৭/ডেস্ক/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.