Sylhet View 24 PRINT

রায়ে সংবিধানবিরোধী কিছু থাকলে অবমাননার মামলা করবে ক্ষমতাসীন সরকার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৮-১১ ১১:৪০:০৪

সিলেটভিউ ডেস্ক ::    সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায় ও পর্যবেক্ষণে সংবিধানবিরোধী কিছু আছে কিনা, তা  খতিয়ে দেখবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। আদালতের পর্যবেক্ষণে সংবিধান পরিপন্থী কিছু থাকলে সংবিধান অবমাননার মামলা করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে আইন পেশার সঙ্গে যুক্ত দলীয় নেতাদের সুপ্রিম কোর্টের রায় নিয়ে আরও ‘স্টাডি’ করার নির্দেশ দিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতাসীন দলের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু ও আইন সম্পাদক অ্যাডভোকট শ ম রেজাউল করিমকে বিষয়গুলো তদারকি করার জন্য বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকমণ্ডলীর নেতাদের এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত  আওয়ামী লীগের একাধিক নীতি-নির্ধারণী পর্যায়ের নেতা এই তথ্য নিশ্চিত করেছেন।

সভায় উপস্থিত আওয়ামী লীগের একজন নীতি-নির্ধারণী পর্যায়ের নেতা বলেন, ‘প্রজাতন্ত্রের কর্মকর্তা, কর্মচারী ও রাষ্ট্রপতিসহ আমরা কেউই সংবিধানের ঊর্ধ্বে নই। তাই সংবিধান স্বীকৃত সত্যকে কেউ প্রশ্নবিদ্ধ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।’

ষোড়শ সংশোধনী বাতিলের রায় প্রসঙ্গে টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘সংসদের এমপিদের সমালোচনা করা গেলে অন্যদের সমালোচনা কেন করা যাবে না?’

শেখ হাসিনা বলেন, ‘আরও নতুন নতুন ষড়যন্ত্র হতে পারে। সবাইকে সতর্ক থাকতে হবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘মনে রাখতে হবে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ কেউ কারও প্রতিদ্বন্দ্বী নয়। আমরা সমালোচনা করব গঠনমূলক।’

বিএনপি নির্বাচনে অংশ নেবে কিনা, উপস্থিত নেতাদের এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘বিএনপি নির্বাচনে আসবে, এটা ধরেই আমাদের প্রস্তুতি নিতে হবে। এছাড়া বিএনপি নির্বাচনে না এলে অংশগ্রহণমূলক হবে না, এই ধারণাও পাল্টাতে হবে। বিএনপির একক নির্বাচন বয়কটে কিছু আসবে  যাবে না। নিবন্ধিত রাজনৈতিক দল আরও অনেক আছে।’

সিলেটভিউ২৪ডটকম/১১ আগস্ট ২০১৭/বিটি/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.