Sylhet View 24 PRINT

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধিদল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৯-১১ ১১:৩৭:৪৭

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আওয়ামী লীগের তিন সদস্যের একটি প্রতিনিধিদল আজ সোমবার (১১ সেপ্টেম্বর)  কক্সবাজারের উখিয়া ও টেকনাফ যাচ্ছে। প্রতিনিধিদলে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

তারা উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণে অংশ নেবেন। রবিবার (১০ সেপ্টেম্বর) দলটির একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

এদিকে, মঙ্গলবার উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে অগ্রবর্তী টিম হিসেবে যাচ্ছে ওই প্রতিনিধিদল।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.