Sylhet View 24 PRINT

এবার পচা চাল এনেছে সরকার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৯-২৩ ০০:২৫:১৩

পচা গমের পর সরকার এবার পচা চাল আমদানি করেছে বলে অভিযোগ বিএনপির। গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কর্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘খাওয়ার অনুপযোগী চাল বা গম সরবরাহ সংবিধান-পরিপন্থী। এর মাধ্যমে সরকার শুধু সংবিধানবিরোধী কাজই করেনি, মানবতাবিরোধী কাজ করছে, জনগণের ক্ষুধা নিয়ে তামাশা করছে। ’

এ সময় বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব-উন-নবী খান সোহেল, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, হাবিবুল ইসলাম হাবিব, অনিন্দ্য ইসলাম অমিত, কাজী আবুল বাশার, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

রিজভী আহমেদ বলেন, ‘থাইল্যান্ড থেকে দরপত্রের মাধ্যমে আমদানি করা প্রায় ৩২ হাজার ১৪০ টন চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে। এর মধ্যে এমভি থাই বিন বে নামের একটি জাহাজ ১২ হাজার ২৯০ টন চাল নিয়ে ৩১ আগস্ট এবং এমভি ডায়মন্ড নামের অন্য চালবাহী জাহাজ আসে ১ সেপ্টেম্বর। এতে ১৯ হাজার ৮৫০ টন চাল রয়েছে। পচা চাল নিয়ে দেনদরবার করতে গিয়ে দুই দিন আগে ফাঁস হয়ে যায় এর গোমর। চালগুলো একেবারেই খাওয়ার অনুপযোগী এবং অত্যন্ত নিম্নমানের। তাই এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এগুলো খালাস করা যাবে না। এর পেছনে সরকারের রাঘব-বোয়ালরা জড়িত। ’

বিএনপির এই নেতা বলেন, ‘ইতোপূর্বে খাদ্য মন্ত্রণালয়ের গম কেলেঙ্কারির কথা দেশবাসী ভুলে যায়নি। খাদ্য অধিদফতর ও ব্যবসায়ী সিন্ডিকেটদের মাধ্যমে সে সময় ব্রাজিল থেকে ৪০০ কোটি টাকায় ২ লাখ ৫ হাজার ১২৮ মেট্রিক টন পচা গম আমদানি করা হয়েছিল। ’

তিনি আরও বলেন, ‘দেশ মহাবিপর্যয়ের মধ্যে থাকলেও সরকারের বিরোধী দল দমনের কার্যক্রমে কোনো কমতি নেই। সীমাহীন ক্ষোভ ও প্রতিহিংসার বশবর্তী হয়ে রোহিঙ্গা ইস্যু ও চাল সংকটের মধ্যেও দেশব্যাপী গ্রেফতার, হামলা-মামলা, বিরোধী নেতা-কর্মীদের বাড়িঘরে আক্রমণ অব্যাহত রয়েছে। ’

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.