Sylhet View 24 PRINT

শ্রীলঙ্কার এক বোলারের অদ্ভুত বোলিং অ্যাকশন (ভিডিও)

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১১-১৪ ০১:০৭:০৮

একটু ভিন্ন ধরনের বোলিং অ্যাকশন হলে সেই বোলার বিপক্ষ শিবিরের আলোচনার বিষয়বস্তু হয়ে উঠে। সাধারণত, স্পিনারদের ক্ষেত্রে এ ধরনের ব্যতিক্রমী বোলিং অ্যাকশন দেখা যায়।
 
অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের একটি ম্যাচে শ্রীলঙ্কার ১৮ বছরের স্পিনার কেভিন কোঠথিগোড়ার বোলিং অ্যাকশন নজর কেড়েছে। অনেকটা দক্ষিণ আফ্রিকার প্রাক্তন চায়নাম্যান পল অ্যাডামসের মতো।

ডান হাতি লেগ স্পিনার কেভিন উঠে এসেছেন রিচমন্ড কলেজ থেকে। শ্রীলঙ্কা এ দলের প্রাক্তন ওপেনার ধামিকা সুদর্শনের কোচিংয়ে বেড়ে উঠেছেন কেভিন। আর এই রিচমন্ড কলেজ থেকে অনেক টেস্ট খেলোয়াড় উঠে এসেছেন।

আফগানিস্তানের বিরুদ্ধে শ্রীলঙ্কার ম্যাচে কেভিন খেলেছিলেন। তিনি ওই ম্যাচে ১ টি উইকেটও নেন।

সুদর্শন কেভিন সম্পর্কে বলেছেন, ওর অ্যাকশনটা একেবারেই আলাদা। অনেকটা পল অ্যাডামসের মতো।

ওই অ্যাকশনটা একেবারেই স্বাভাবিক। কোচিং বা অন্য কোনও ভাবে এ ধরনে অ্যাকশন হয় না। প্রথম প্রথম পিচ ভালোভাবে দেখতে না পাওয়ায় লেংন্থ নিয়ে ওর সমস্যা হত। কিন্তু ও ওই সমস্যা কাটিয়ে দুর্দান্ত উন্নতি করেছে।

সুদর্শন আরও বলেছেন, অ্যাকশনটা অদ্ভূত হওয়ায় ব্যাটসম্যানরা একটু ধাঁধায় পড়ে যায়। ও দুরন্ত ফিল্ডার। ব্যাটের হাতও ভালো। সুদর্শন কেভিনের ভবিষ্যত নিয়ে অত্যন্ত আশাবাদী।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.