Sylhet View 24 PRINT

বিশ্বকাপ থেকে ইতালি বাদ, সুযোগ পেল সুইডেন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১১-১৪ ১২:২৮:১৭

সিলেটভিউ ডেস্ক :: বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্ব থেকে ছিটকে পড়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন  ইতালী।  আর অনেক বছর পর আবারও চুড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে সুইডেন।

সোমবার মধ্যরাতে দ্বিতীয় রাউন্ডের প্লে-অফ ম্যাচে সুইডেনের বিপক্ষে গোলশূন্য ড্র করে আজ্জুরিরা। এতেই পুড়ে ছাই হয়ে গেছে তাদের বিশ্বকাপ স্বপ্ন। চুড়ান্তপর্বে খেলতে তাদের কমপক্ষে ২-০ গোলের ব্যবধানে জিততে হতো।

এর আগে সুইডেনের বিপক্ষে প্রথম লেগের লড়াইয়ে ১-০ গোলে হেরেছিল ইতালি।

সোমবারের খেলা দুই-তৃতীয়াংশ সময়ই ইতালির নিয়ন্ত্রণে ছিল। প্রথম থেকেই অতিমাত্রায় আক্রমণাত্মক ফুটবল খেললেও ডি-বক্সে এসে যেন খেই হারিয়ে ফেলেন স্ট্রাইকাররা। অন্তত দশটি সুযোগ পেয়েছিলেন তারা। দুটি সুযোগ কাজে লাগিয়ে  বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করার সম্ভাবনাও ছিল। কিন্তু কোনো সুযোগই তারা কাজে লাগাতে পারেনি।

এক্ষেত্রে সুইডেনের রক্ষণভাগ প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে গোলকিপার তার সর্বোচ্চ রক্ষণাত্মক অবস্থায় ছিলেন।

এর আগে প্রথম লেগে সুইডেনের মাঠে প্রথমার্ধের খেলা ছিল গোলশূণ্য। দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন সুইডেনের মিডফিল্ডার জ্যাকব জোহানসন।

এই গোলটিই পরে আর শোধ করতে পারেনি ইতালি। মাঠ ছাড়তে হয়েছে ১-০ গোলের হতাশাজনক হার নিয়ে।

উল্লেখ্য, ইতালি ১৯৩৪ ও ১৯৩৮ সালে টানা দুবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল । ১৯৮২ সালে তারা জিতেছিল তৃতীয় শিরোপা।

সর্বশেষ ২০০৬ সালে শেষবারের মতো বিশ্বকাপ জিতেছিল আজ্জুরিরা।

সিলেটভিউ২৪ডটকম/১৪ নভেম্বর ২০১৭/ডেস্ক/এমইকে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.