Sylhet View 24 PRINT

কলকাতা নাইট রাইডার্সে কে হচ্ছেন গম্ভীরের বিকল্প!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-১৩ ০০:২৯:৫১

রিটেনশন তালিকায় রাখা হয়নি গম্ভীরকে। এবারের আইপিএল নাইট রাইডার্স পরিবারে রাখা হয়েছে কেবল দুই ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনকে। এদিকে চলতি মাসের শেষের দিকেই বসছে নিলামের আসর। নিলামে কোন ক্রিকেটারকে কেনা হবে, তা নিয়ে এখন থেকেই চুলচেরা বিশ্লেষণ শুরু করেছেন নাইট রাইডার্স কর্মকর্তারা।

এক প্রতিবেদন অনুযায়ী, গম্ভীরের বিকল্প হিসেবে এবার কেন উইলিয়ামসন সঠিক বাছাই হতে পারেন কেকেআরের কর্মকর্তাদের কাছে। সাধারণত টি-টোয়েন্টি ক্রিকেটে খুব বড় নাম নন নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান। তবে সংক্ষিপ্ততম ক্রিকেটের ফর্ম্যাটে উইলিয়ামসনের রেকর্ড বেশ ভাল। টি-টোয়েন্টিতে কিউয়ি ব্যাটসম্যানের গড় প্রায় ৩৫।

গত বছর সানরাইজার্স হায়দরাবাদ-এর জার্সিতে আইপিএল-এ সাত ম্যাচ খেলেছিলেন কেন উইলিয়ামসন। সাত ম্যাচে উইলিয়ামসনের গড় ছিল ৪২। স্ট্রাইক রেটও ছিল দেড়শো-রও বেশি। গম্ভীরের বিকল্প হিসেবে এমন এক ক্রিকেটারের সন্ধানে রয়েছেন কেকেআর কর্তারা, যে টপ অর্ডারে নিয়মিত ব্যাট হাতে দলকে ভরসা জোগাতে পারবেন, ধারাবাহিকভাবে।

জাতীয় দলের হয়েও কেন উইলিয়ামসনের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। তাই সব মিলিয়ে গম্ভীরের বিকল্প হিসেবে কেন উইলিয়ামসনকে নিলামে কেকেআর-কে কিনলে অবাক হওয়ার কিছু নেই।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.