Sylhet View 24 PRINT

লঙ্কানদের ৩২১ রানের টার্গেট দিল টাইগাররা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-১৯ ১৬:২৩:৫৪

সিলেটভিউ ডেস্ক :: তামিম সাকিব ও মুশফিকের অর্ধশতকের ওপর ভর করে নির্ধাতির ৫০ ওভারে ৩২০ রান করেছে বাংলাদেশ। ফলে ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে জয়ের জন্য লঙ্কানদের করতে হবে ৩২১ রান।

শুক্রবার মিরপুরে দিবারাত্রির ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক বিজয়।

স্কোরবোর্ডে ৭১ রান যোগ হওয়ার পর সাজঘরে ফেরেন বিজয়। ৩৭ বলে ব্যক্তিগত ৩৫ রান করেন এই ওপেনার। বিজয়ের বিদায়ের পর তামিমের সঙ্গে ৯৯ রানের জুটি গড়েন সাকিব। ১০২ বলে ব্যক্তিগত ৮৪ রানে তামিম ফিরে যাওয়ার মুশফিকের সঙ্গে আরেকটি পঞ্চাশোর্ধ জুটি গড়েন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিব-মুশফিক দু'জনেই ফিরেছেন অর্ধশকের পর।

শেষদিকে মাহমুদুল্লাহ ২৩ বলে ২৪ এবং সাব্বির ১২ বলে ২৪ রান করলেও ৩২০ রানে পৌঁছায় বাংলাদেশের ইনিংস।

লঙ্কানদের পক্ষে থিসারা পেরেরা সর্বোচ্চ তিনটি উইকেট নেন। এছাড়া লুয়ান প্রদীপ দুটি উইকেট লাভ করেন।

সিলেটভিউ২৪ডটকম/১৯ জানুয়ারি ২০১৮/ডেস্ক/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.