Sylhet View 24 PRINT

'পেনাল্টির' পর কেঁদেছিলেন মেসি!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০২-১৩ ০০:১৫:৫৩

সতীর্থ ও ভক্তরা তাকে ভিনগ্রহের খেলোয়াড় বলে থাকেন।বলছিলাম আর্জেন্টাইন তারকা ও বার্সেলোনার প্রাণ ভোমরা লিওনেল মেসির কথা। কিন্তু সেই ভিনগ্রহী খেলোয়াড় যখন পেনাল্টি মিস করেন তখন খুব স্বাভাবিকভাবেই মর্মাহত হন দর্শক ও ভক্তরা। আর সেটা যদিও হয় কোনও শিরোপা নির্ধারণী পেনাল্টি তাহলে তো আর কথাই নেই। কিন্তু সেসময় মেসির অবস্থা কেমন ছিল? তার হৃদয়েও কি রক্তক্ষরণ হচ্ছিল। সেই কথা এবার জানালেন চিলির তারকা ফুটবলার আলেক্সিজ সানচেজ।

ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলার সানচেজ বলেছেন, ‘ফুটবল আমাদের আনন্দময় জীবন দিতে পারে। কিন্তু কেউ পেছনের দৃশ্যটা দেখে না। ফুটবলের জন্য আমরা পরিবারকে মিস করি, মায়ের জন্মদিনে পাশে থাকতে পারি না। ছেলের জন্মদিনেও পাশে থাকা হয় না।’

বললেন, ‘খেলায় হেরে গেলে ফুটবলারেরা কাঁদে। এটাই ফুটবলের অংশ। আমি ড্রেসিংরুমে দেখেছি মেসিকে কাঁদতে। মানুষের অনেক প্রত্যাশা খেলোয়াড়দের ওপর। বাইরে থেকে এটা বোঝা যায় না।’

উল্লেখ্য, ২০১২ সালে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে দুই লেগ মিলিয়ে ২-৩ গোলে হেরেছিল বার্সেলোনা। দ্বিতীয় লেগে ২-০ গোলে এগিয়ে থাকা ম্যাচে ২-২ গোলে সমতায় ফিরে চেলসি। সে ম্যাচের অন্তিম মুহূর্তে পেনাল্টি মিস করেছিলেন মেসি। ১০ জনের চেলসিকেও হারাতে পারেনি বার্সেলোনা। তাই ম্যাচ শেষে ড্রেসিংরুমে কেঁদেছিলেন মেসি।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.