আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

রাজনীতিতে আসা প্রসঙ্গে যা বললেন সাকিব

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৪-১৫ ০০:২৯:৪৮

খেলোয়াড়ি জীবন শেষ করে রাজনীতিতে যোগদান নতুন কিছু নয়। এমনকি রাজনীতিতে গিয়ে মন্ত্রীও হয়েছেন অনেকে। কিছুদিন আগেই এই বিষয়টি নিয়ে আলোচনায় এসেছেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। কারণ সম্প্রতি তিনি সপরিবারে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। আর এর পরই রাজনীতিতে তার আসা-না আসার বিষয়টি আরো জোরালো হয়।

যদিও ইন্ডিয়ান এক্সপ্রেস নামে এক ভারতীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হলে সাকিব আল হাসান এ বিষয়টি উড়িয়ে দেন।  এ প্রসঙ্গে তিনি বলেন, 'বিষয়টি নিয়ে আমি কোনো চিন্তা করিনি। তাই এখনই এটি  নিয়ে কথা বলা কঠিন। ক্রিকেটই আমার জীবন এবং আমার ফোকাস সেখানেই থাকবে।'

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করা প্রসঙ্গে সাকিব বলেন, ‘এটি একটি সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল। তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) ক্রিকেটকে অনেক ভালোবাসেন এবং সবসময় ক্রিকেটারদের উৎসাহিত করেন।’

বর্তমানে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে ভারতে আছেন সাকিব। ইতিমধ্যে দলের হয়ে দুটি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। আজ তাঁর দল কলকাতার বিপক্ষে মাঠে নামবে।

শেয়ার করুন

আপনার মতামত দিন