আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

আসছে একশ বলের ক্রিকেট ম্যাচ!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৪-২১ ০১:০৮:৩৩

প্রথমে দিনের পরদিন ধরে চলত টেস্ট ম্যাচ। এরপর এলো পাঁচ দিনে। ৫০ ওভারের ক্রিকেট দেখল ২০ ওভারের মুখ। এখন তো মাঠে গড়াচ্ছে ১০ ওভারে টি-টেন ম্যাচও। তবে সব ছাপিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) নিয়ে আসছে একশ বলের নতুন এক সংস্করণ।

ইসিবির প্রস্তাবিত নিয়মে প্রতি ইনিংসে দুই দল খেলবে একশটি করে বল। বল একশটি হলেও ১৫ ওভার মানে ৯০ বল মাঠে গড়াবে ক্রিকেটের প্রথাগত ছয় বলে ওভারের নিয়মেই। বাকি ১০ বল নিয়েই হবে আরো একটি ওভার। তবে সে ওভার ইনিংসের কোন সময়ে হবে, সেটা এখনো পরিষ্কার করে জানায়নি ইসিবি।

ক্রিকেট খেলাটাই মূলত একটু বড় দৈর্ঘ্যের। ওয়ানডে তবুও পঞ্চাশ ওভারে, টেস্ট ম্যাচ তো চলে পাঁচ দিন ধরেই। অতিরিক্ত সময় ব্যয় হওয়ায় দর্শকদের পছন্দের কাতারে ক্রিকেটটা ঠিক ছিল না। সে কারণেই ২০০৩ সালে ইসিবির হাত ধরেই এসেছিল টি-টোয়েন্টি ক্রিকেট।

অথচ ইংল্যান্ডের সৃষ্টিকে শিল্প বানিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কেড়ে নিয়েছে পাদপ্রদীপের আলোটা। তাই টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে আসার বছর পনেরো পর আবারও ইংলিশরা আগ্রহী নতুন কিছুতে। ইংল্যান্ডে ২০২০ সালের ঘরোয়া ক্রিকেটে  আট দলের অংশ নেওয়া টুর্নামেন্ট দিয়েই শুরু হবে ১০০ বলের ক্রিকেট ম্যাচের যাত্রা।

শেয়ার করুন

আপনার মতামত দিন