আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

ইতিহাস গড়লেন কেভিন ও’ব্রায়ান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৫-১৫ ১৭:৪৯:৩১

আয়ারল্যান্ডের হয়ে টেস্ট ইতিহাসের প্রথম সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন কেভিন ও’ব্রায়ান। পাকিস্তানের বিপক্ষে ডাবলিনে অনুষ্ঠিত চলমান অভিষেক টেস্টের চতুর্থ দিনে এই অনন্য কৃতিত্ব অর্জন করেন তিনি।

১৮৬ বলে ১০টি বাউন্ডারির সহযোগিতায় পাকিস্তানি বাঁ-হাতি পেসার মোহাম্মদ আমিরের বলে দুই রান নিয়ে কেভিন ও’ব্রায়ান ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূরণ করেন।

আয়ারল্যান্ডের হয়ে টেস্টে প্রথম সেঞ্চুরির রেকর্ডের আগে ৩৪ বছর বয়সী অভিজ্ঞ ব্যাটসম্যান ও’ব্রায়ানের নামের পাশে আরেকটি রেকর্ড এখনও জ্বলজ্বল করছে। ২০১১ সালে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাঙ্গালুরুতে ৫০ বলে যে সেঞ্চুরিটি করেছিলেন তা এখনও বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড হয়ে আছে।

@

শেয়ার করুন

আপনার মতামত দিন