আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৫-১৮ ০১:১৬:৩১

শিরোনামটা চমকে দেওয়ার মতোই। বিশ্বকাপের চূড়ান্তপর্ব দূরে থাক, বাছাইপর্বের চূড়ান্ত রাউন্ডটাই খেলতে পারে না বাংলাদেশ। বিশ্বকাপের মূলপর্বে খেলতে কত যুগ অপেক্ষা করতে হবে বলা কঠিন। কিন্তু দল হিসেবে বাংলাদেশের সাফল্য কম হলেও সংগঠকরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সর্বোচ্চ পর্যায়ে। এরই মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ঠাঁই করে নিয়েছেন ফিফার নির্বাহী কমিটিতে। আপন যোগ্যতায় এবার তিনি বড় দায়িত্বই পেয়েছেন ফিফার কাছ থেকে। বিশ্বকাপে ভেন্যু পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন তিনি। এছাড়াও ইয়েকাতেরিনবার্গে তিনি হবেন অ্যাম্বাসেডর। ফিফার দেওয়া এই গুরুদায়িত্ব পালন করতে কিরণ ঢাকা ছাড়বেন ৮ জুন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই নারী সংগঠক অবশ্য এবারই প্রথম নন, ফিফার দেওয়া দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন আগেও। ২০১৫ সালে মেয়েদের বিশ্বকাপ আয়োজন করেছিল কানাডা। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল যুক্তরাষ্ট্র। এই বিশ্বকাপের আয়োজক কমিটিতে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন কিরণ। এছাড়াও মেয়েদের দুটি অনূর্ধ্ব-২০ বিশ্বকাপেও আয়োজক কমিটিতে ছিলেন তিনি। বাংলাদেশ কবে বিশ্বকাপ খেলবে? এই প্রশ্নের উত্তর কেবল ভবিষ্যতেই জানা যেতে পারে। তবে বাংলাদেশ বিশ্বকাপে আছে। মাহফুজা আক্তার কিরণের মতো সংগঠকদের হাত ধরে। আছে অসংখ্য ফুটবল ভক্তদের সঙ্গে নিয়ে।


শেয়ার করুন

আপনার মতামত দিন