Sylhet View 24 PRINT

এভারেস্টের চূড়ায় মেসি ভক্তের কাণ্ড!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৫-২৩ ১৫:১০:২৬

চারিদিকে বিশ্বকাপ ফুটবল নিয়ে চলছে আলোচনা সমালোচনা। প্রিয় দল আর খেলোয়ার নিয়ে সব ভক্তরাই মেতে রয়েছেন। তবে এর মাঝেও থাকে কিছু পাগলাটে ভক্ত। যাদের ব্যতিক্রমী কাজ চলে আসে খবরের শিরোনামে।

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির এক ভক্ত এবার পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে জার্সি প্রদর্শন করেছেন। আর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে জোর সমালোচনা।

গত ১৮ মে হিমালয়কন্যা নেপালের ৮ হাজার ৮৪৮ মিটার উঁচু পর্বতটির চূড়ায় উঠেন দান জেনলুউবো।

সেখানে উঠে আর্জেন্টিনার নাম ও নম্বরসংবলিত মেসির জার্সিসহ ছবি তোলেন এ চীনা নাগরিক। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। মুহূর্তেই তা ভাইরাল হওয়ায় গোটা বিশ্বে হইচই পড়ে যায়।

স্বাভাবিকভাবেই এমন অন্ধভক্তকে ধন্যবাদ ও সম্মান জানাতে ভুল করেননি মেসি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জেনলুউবোর ছবি পোস্ট করে তিনি লিখেছেন- ‘মাউন্ট এভারেস্ট জয় করার জন্য ধন্যবাদ দান জেনলুউবো। এটা অসাধারণ এক অর্জন। সেখানে আমার প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্য তোমাকে অনেক ধন্যবাদ।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.