আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

হঠাৎ করেই অবসরে গেলেন এবি ডি ভিলিয়ার্স

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৫-২৩ ২০:২৯:০৭

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে মাত্র চার দিন থেকে আইপিএলের ১১তম আসর শেষ করা এবি ডি ভিলিয়ার্স বুধবার হঠাৎ করে এমন ঘোষণা দিলেন। ৩৪ বছর বয়সী এবি ডি ভিলিয়ার্স একটি ভিডিওর মাধ্যমে তার অবসরের ঘোষণা দিয়েছেন। ভিডিওতে তিনি বলেছেন, ‘আমি ক্লান্ত’।

এবি ডি ভিলিয়ার্স বলেছেন, ‘আমি আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি ১১৪টি টেস্ট, ২২৮টি ওয়ানডে ও ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছি। এখন সময় অন্যদের। সত্যি বলতে আমি ক্লান্ত।’

তিনি আরও বলেন, ‘সিদ্ধান্তটা অনেক কঠিন। আমি লম্বা সময় ধরে ভেবেছি। আমি অবসর নিতে চাই যখন আমি দারুণ ক্রিকেট খেলছি। ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ সিরিজ জয়ের পর আমি ভাবছি এখনই সময় অবসর নেয়ার।’

ডি ভিলিয়ার্স বলেছেন, ‘আমাকে সবসময় সমর্থন দেয়ার জন্য কোচ ও ক্রিকেট সাউথ আফ্রিকার সকল স্টাফের প্রতি কৃতজ্ঞ থাকব। বিশেষ ধন্যবাদ জানাতে চাই আমাদের সতীর্থদের। তাদের সমর্থন ছাড়া আমি আজ যেমন ক্রিকেটার তার অর্ধেকও হতে পারতাম না।’

তিনি বলেন, ‘সবকিছুরই শেষ আছে। দক্ষিণ আফ্রিকা ও বিশ্বের সব ক্রিকেট ফ্যানকে ধন্যবাদ। আসলে আমার বিদেশে ক্রিকেট খেলার কোনো ইচ্ছা নেই। আশা করি, ঘরোয়া ক্রিকেটে টাইটানের হয়ে খেলা চালিয়ে যাব। আমি প্রোটিয়াদের ও ফাফ ডু প্লেসিস বড় ফ্যান হয়ে থাকব।’

শেয়ার করুন

আপনার মতামত দিন