Sylhet View 24 PRINT

বিশ্বকাপে সবচেয়ে শক্তিশালী আক্রমণভাগ ব্রাজিল-আর্জেন্টিনার!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৫-২৪ ০০:২৩:৫৭

দুয়ারে কড়া নাড়ছে রাশিয়া বিশ্বকাপ। ১৪ জুন ২০১৮ রাশিয়ায় শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞ। ইতোমধ্যে সবদলই ঘোষণা করেছে তাদের প্রাথমিক দল। কয়েকটা দেশ পুরো ২৩ সদস্যের দলই ঘোষণা করেছে। কিন্তু এখানে একটা দিক দিয়ে সবাইকে ছাড়িয়ে আর্জেন্টিনা ও ব্রাজিল। ক্লাব ফুটবলের পারফরম্যান্সের বিচারে বর্তমান মৌসুমে ব্রাজিল-আর্জেন্টিনার আক্রমণভাগের ফুটবলারদের গোল অন্য সব দলের আক্রমণভাগের খেলোয়াড়েরদের চেয়ে অনেক বেশি।

ব্রাজিলের ২৩ সদস্যের দলে সুযোগ পাওয়া চার আক্রমণভাগের খেলোয়াড়দের ভেতর সবার চেয়ে এগিয়ে নেইমার। বর্তমান মৌসুমে ৩০ ম্যাচে তার গোলসংখ্যা ২৮টি। এছাড়াও দলে সুযোগ পেয়েছেন লিভারপুল তারকা রবার্তো ফিরমিনো। বর্তমান মৌসুমে ৫২ ম্যাচে ২৭ গোল করেন তিনি। দলে সুযোগ পাওয়া আরেক স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস করেছেন ৫৩ ম্যাচে ২৪ গোল। প্রধাণত মিডফিল্ডার হলেও ডগলাস কস্তাকে স্ট্রাইকার হিসেবে দলে রেখেছেন ব্রাজিলিয়ান কোচ তিতে। তিনি করেছেন ৪৭ ম্যাচে ৬ গোল। শাখতার দুনেতস্কের এটাকিং মিডফিল্ডার ফ্রেড ক্লাবের হয়ে ৩৪ ম্যাচে ৭ গোল করে সুযোগ পেয়েছেন বিশ্বকাপ দলে। যেখানে চারজনের সম্মিলিত গোল ৯২টি।

অন্যদিকে আর্জেন্টিনার আক্রমণভাগের ফুটবলার লিওনেল মেসি বর্তমান মৌসুমে বার্সেলোনার জার্সি গায়ে করেছেন ৫৪ ম্যাচে ৪৫ গোল। দলে সুযোগ পাওয়া আরেক তারকা স্ট্রাইকার আগুয়েরো ম্যান সিটির হয়ে করেছেন ৩৯ ম্যাচে ৩০টি। ২০১৪ বিশ্বকাপে প্রধান স্ট্রাইকার হিসেবে হিগুয়াইন সুযোগ পেয়েছেন ২০১৮ বিশ্বকাপেও।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.