আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

ফরাসি ওপেনে শুরুতেই অঘটনের শিকার ওস্তাপেঙ্কো-ভেনাস

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৫-২৮ ১২:২১:০৩

সিলেটভিউ ডেস্ক :: ফরাসি ওপেনের প্রথম দিনেই অঘটনের শিকার হয়েছেন নারী এককের গতবারের চ্যাম্পিয়ন ইয়েলেনা ওস্তাপেঙ্কো ও সাতবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ভেনাস উইলিয়ামস।

টেনিসের উন্মুক্ত যুগে প্রথম অবাছাই খেলোয়াড় হিসেবে ফরাসি ওপেন জেতা লাটভিয়ার ওস্তাপেঙ্কো মুকুট ধরে রাখার লক্ষ্যে কোটে নেমে ন্যূনতম চ্যালেঞ্জও জানাতে পারেননি; উড়ে গেছেন সরাসরি সেটে। তাকে ৭-৫, ৬-৩ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ইউক্রেনের অবাছাই কাতেরেইনা কজলোভা।

টেনিসের উন্মুক্ত যুগে ফরাসি ওপেনের ইতিহাসে নারী এককে দ্বিতীয় শিরোপাধারী হিসেবে পরের আসরের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন ২০ বছর বয়সী ওস্তাপেঙ্কো। এর আগে ২০০৫ সালে একইরকম অঘটনের শিকার হয়েছিলেন রাশিয়ার আনাস্তাসিয়া মিসকিনা।

রোববার প্রথম রাউন্ডের আরেক ম্যাচে ২০০২ আসরের ফাইনালিস্ট যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামসকে ৬-৪, ৭-৫ গেমে হারিয়েছেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ৯১তম চীনের ওয়াং কিয়াং।

সিলেটভিউ২৪ডটকম/২৮ মে ২০১৮/ডেস্ক/আআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন