আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

বেতন নিয়ে কী ভাবছেন নারী ক্রিকেটাররা?

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৬-১৮ ০১:০৯:৩৭

এশিয়া কাপ জয়ের পর নারী ক্রিকেট দলকে ২ কোটি টাকা পুরস্কার ও প্রত্যেক ক্রিকেটারকে ১০ লাখ টাকা করে আর্থিক পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে চুক্তিবদ্ধ আছেন ১৭ জন নারী ক্রিকেটার। তাদের বেতন সর্বনিম্ন ১০ হাজার থেকে সর্বোচ্চ ৩০ হাজার টাকা। ছেলেদের ক্রিকেটে সর্বনিম্ন বেতন লাখের কাছাকাছি।

তবে এ বিষয়ে তেমন কোনো তাগিদ নেই নারী ক্রিকেটারদের, ক্রিকেট বোর্ডের ওপর ভরসা রাখছেন তারা। এখন প্রশ্ন হলো, এশিয়া কাপ জয়ের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভূমিকায় কতটা খুশি নারী ক্রিকেটাররা?

ক্রিকেটার জাহানারা আলমের কাছে খুশি-অখুশির কোনো ব্যাপার নেই। তিনি বলেন, আমরা দায়িত্ব পালন করে এসেছি। এটা আমরা বহুদিন পারিনি। আমরা আমাদের পারফরম্যান্স দিয়ে দেশবাসীকে খুশি করেছি। এখন বোর্ড যা করবে সেটা বোনাস।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুনের মতে, একটু কমতি ছিল। আমাদের প্রেসিডেন্ট অনেক কিছু বলেছেন, তারাই সবকিছু দেখবে।

আবার কারো মতে ছেলেদের ক্রিকেটকে বেশি গুরুত্ব দেয়া হয়।

শেয়ার করুন

আপনার মতামত দিন