Sylhet View 24 PRINT

নেইমারকে কাঁদতে নিষেধ করলেন রিভালদো

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৬-১৮ ০১:১৭:২৩

খেলা যখন দেশাত্ববোধের অংশ হয়ে যায়; তখনই ফুটবল মাঠে কাঁদতে দেখা যায় অনেক ফুটবলারকেই। গত বিশ্বকাপে কাঁদতে দেখা গিয়েছিল স্বাগতিক ব্রাজিলের তারকাদের। জাতীয় সঙ্গীতের সময় কেঁদেছিলেন সুপারস্টার নেইমার, থিয়াগো সিলভা, হুলিও সিজারদের মতো তারকারা। তবে রাশিয়া বিশ্বকাপে আর এমনটা দেখতে চান না ব্রাজিল কিংবদন্তি রিভালদো। তার মতে, আবেগ দিয়ে খেলা হয় না। আবেগে না ভেসে নিজের সমস্ত সামর্থ কাজে লাগাতে হবে মাঠে।

ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই মহাতারকা বলেছেন, 'খেলার মুহূর্তে আপনাকে শান্ত হতে হবে এবং আনন্দের সাথে খেলতে হবে। জাতীয় সঙ্গীতের সময় কান্না করা যাবে না। আবেগটি অনুভব করতে হবে এবং সে আগুনকে মাঠে ছড়িয়ে দিতে হবে। কিন্তু কোন কান্না নয়। আমি এ ধরণের আবেগের বিপক্ষে। মাঠের লড়াইয়ে এটি দুর্বলতার প্রতীক।'

২০০২ সালে বিশ্বকাপ জেতার অনুভূতিও বর্ণনা করে এই কিংবদন্তি বলেন, 'আমি এমন একজন মানুষ, যে মাঠে গিয়ে তার মায়ের কথা চিন্তা করতো। আমি চিন্তা করতাম কীভাবে আমি আমার মাকে গর্বিত করতে পারব। আমি এ জন্য সবকিছু উজার করে দিয়েছি। তাই আমি আশা করব, রাশিয়া বিশ্বকাপে খেলোয়াড়েরা একই কাজ করবে।'

বাংলাদেশ সময় রবিবার রাত ১২টায় সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ব্রাজিল। শুরুর এই লগ্নে উত্তরসূরিদের জন্য রিভালদের উপদেশ, 'বিশ্বকাপ জয়ের জন্য ব্যক্তিত্ব থাকতে হবে। এটা কোনো ক্লাবের খেলা নয়। এখানে সবকিছুই ভীষণ কঠিন। যারা খেলতে এসেছে সবাই দারুণ খেলোয়াড়; কিন্তু তারা ভক্তদের প্রত্যাশার চাপের কারণে ভীত হতে পারে। তাদের ভুলে যেতে হবে ব্রাজিলের কোটি কোটি ভক্ত তাদের দেখছে। মাথায় একটাই চিন্তা রাখতে হবে -জয়।'

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.