আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

ডি’গ্রুপই এখন গ্রুপ অফ ডেথ!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৬-২২ ০৯:৪১:০১

জমে উঠেছে রাশিয়া বিশ্বকাপ। প্রতিটি ম্যাচেই চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এরই মধ্যে ঘটছে বেশ কয়েকটি অঘটন। যার মধ্যে ক্রোয়েশিয়ার কাছে আর্জেন্টিনা ০-৩ গোলের হার অন্যতম৷ এই হার অনেক সমীকরণই পাল্টে দিল৷ রাশিয়ার রণক্ষেত্রে শেষ ষোলোর রাস্তা এখন আর মেসিদের হাতে নেই৷

শেষ ম্যাচে মেসিদের প্রতিপক্ষ নাইজেরিয়া৷ সেই ম্যাচ জিতলে লিও’দের পয়েন্ট দাঁড়াবে চার৷ রাশিয়ার বিশ্বযুদ্ধে গ্রুপ ডি’কে কেউ গ্রুপ অফ ডেথ বলে মনে না করলেও এই গ্রুপই এখন অঘটনের গ্রুপ৷

শুক্রবার ব্রাজিল-কোস্টারিকা ম্যাচের দিকে যেমন ফুটবল বিশ্বের নজর থাকবে, ঠিক তেমনিই নজরে থাকবে আইসল্যান্ড বনাম নাইজেরিয়া ম্যাচে৷ লো প্রোফাইল এই ম্যাচই এখন হাইপ্রোফাইল তকমা পেতে চলেছে৷

অঙ্ক ১:
নাইজেরিয়া আইসল্যান্ডকে হারিয়ে দিলে মেসিরা শেষ ম্যাচ জিতে পরের পর্বে যাওয়ার সুযোগ পাবে৷ সেক্ষেত্রে আবার ক্রোয়েশিয়াকে শেষ ম্যাচে আইসল্যান্ডের বিরুদ্ধে জিততে হবে৷ এক্ষেত্রে গ্রুপের খেলা শেষে ক্রোয়েশিয়ার পয়েন্ট দাঁড়াবে ৯, একটি ড্র ও একটি ম্যাচ জিতলে (নাইজেরিয়া ম্যাচ জিতলে) মেসিদের পয়েন্ট দাঁড়াবে ৪৷ অন্যদিকে আইসল্যান্ড তাদের শেষ দু'ম্যাচ হারলে পয়েন্ট ১ আর নাইজেরিয়া ৩ পয়েন্ট৷ সেক্ষেত্রে অনায়াসেই পরের পর্বে যাবে ক্রোয়েশিয়া ও আর্জেন্টিনা৷

অঙ্ক ২:
অন্য অঙ্ক বলছে শুক্রবার নাইজেরিয়াকে আইসল্যান্ড হারালে ৪ পয়েন্ট পাবে প্রথমবার বিশ্বকাপ খেলা এই দেশ৷ সেক্ষেত্রে গ্রুপের শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ড্র করলেই শেষ ষোলোয় আইসল্যান্ড৷ নাইজেরিয়াকে হারিয়ে চার পয়েন্ট নিয়ে শেষ করলেও আর্জেন্টিনাকে গ্রুপ পর্বেই সফর শেষ করতে হবে৷

অঙ্ক ৩:
নাইজেরিয়াকে হারানোর পর ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আইসল্যান্ড শেষ ম্যাচে পা হরকালে তখন আর্জেন্টিনার সঙ্গে চার পয়েন্টে সমস্থানে পৌঁছবে (আর্জেন্টিনা নাইজেরিয়াকে হারালে তাদের পয়েন্ট হবে ৪)৷ সেক্ষেত্রে গ্রুপ পর্ব শেষে গোল পার্থক্যে যে দল এগিয়ে থাকবে, তার ভাগ্যেই থাকবে শেষ ষোলোর টিকিট৷

অঙ্ক ৪:
নাইজেরিয়া ম্যাচ ড্র হলে অন্য সমীকরণ অপেক্ষা করছে আইসল্যান্ডের৷ গ্রুপ থেকে ৬ পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই শেষ ষোলোতে পৌঁছে গেছে ক্রোয়েশিয়া৷ নাইজেরিয়ার বিরুদ্ধে ড্র করলে আইসল্যান্ডের পয়েন্ট দাঁড়াবে ২, যেখানে ২ ম্যাচ পর মেসিরা এখন এক পয়েন্টে৷ আর আইসল্যান্ডের বিরুদ্ধে ড্র করায় নাইজেরিয়া পাবে এক পয়েন্ট৷ তখন গ্রুপের শেষ ম্যাচ ক্রোয়েশিয়া বনাম আইসল্যান্ডই নির্ণায়ক হয়ে দাঁড়াবে৷ শেষ ষোলোতে জেতে গেলে সেই ম্যাচ জিততে হবে আইসল্যান্ডকে৷ নাইজেরিয়া ম্যাচ ড্রয়ের পর সেই ম্যাচও ড্র করলে আইসল্যান্ডকে তখন তিন পয়েন্ট নিয়ে মেসিদের পিছনে থাকতে হবে (মেসিরা নাইজেরিয়া ম্যাচ জিতলে পয়েন্ট দাঁড়াবে ৪)৷ এই অবস্থা হলে শেষ ষোলোতে যাবে মেসি-দিবালারা৷

শেয়ার করুন

আপনার মতামত দিন