আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

বিধ্বস্ত মেসির পাশে প্রিয় জননী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৬-২২ ১৬:০২:০৬

সিলেটভিউ ডেস্ক :: ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে বিধ্বস্ত আর্জেন্টিনা। নিজেদের বিশ্বকাপ ইতিহাসে গ্রুপ পর্বের সবচেয়ে বাজে ম্যাচ গুলোর মধ্যে এটি একটি। এই হারে ২০০২ এর পর প্রথমবার বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ল্যাটিন আমেরিকার দলটির।

আর্জেন্টিনার এমন লজ্জাজনক হারে আবারও সমর্থকদের কাঠগড়ায় বিশ্ব সেরা ফুটবলার লিওনেল মেসি। প্রথম ম্যাচে ব্যর্থ মেসি ক্রোয়েশিয়ার বিপক্ষেও ছন্দে পাওয়া যায়নি। পুরো ম্যাচ মাত্র দুই বার শট নিতে পেরেছিলেন তিনি। তাছাড়া দলের বিপর্যয়ের সময়ও তাকে সেভাবে মাঠে পাওয়া যায়নি। সবকিছু মিলিয়ে সমালোচনার তুঙ্গে এখন আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসি।

তবে মেসি এমন কঠিন সময়ে পাশে দাঁড়ালেন তার মা। রুশ সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন,‘এই ম্যাচ নিয়ে শুধু মেসিই নয় আমরা সকলেই সমালোচনার শিকার। দলের প্রতি মেসি দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। কিন্তু এটা কখনো কাম্য নয়। সবাই খেয়াল করলে দেখবেন, সে কষ্ট পাচ্ছে এবং একটা পর্যায়ে কেঁদেও দিয়েছে। সমালোচনা তাকে এবং তার সঙ্গে আমাদেরও কষ্ট দিচ্ছে।’

সিলেটভিউ২৪ডটকম/২২ জুন ২০১৮/ডেস্ক/এক

@

শেয়ার করুন

আপনার মতামত দিন