Sylhet View 24 PRINT

নেইমারের প্রতি ‘নৃশংস’ হবে না কোস্টারিকা!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৬-২২ ১৭:২২:৩৪

সিলেটভিউ ডেস্ক :: ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচে নেইমারকে লক্ষ্যবস্তু বানিয়েছিল সুইস ডিফেন্ডাররা। সদ্যই চোট থেকে ফেরা যেকোনো ফুটবলারই প্রতিপক্ষের লক্ষ্যবস্তু হবেন—এটা খুবই স্বাভাবিক। নেইমারের মতো খেলোয়াড়ের ক্ষেত্রে ব্যাপারটি আরও ধ্রুব। কিন্তু সুইস ডিফেন্ডাররা যেভাবে নেইমারকে লক্ষ্যবস্তু বানিয়েছিলেন, সেটা কিছুটা নৃশংসতার পর্যায়েই পড়ে।

তাঁর বিরুদ্ধে সেদিন ১০টি ফাউল হয়েছিল; ১৯৯৮ সালের পর কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের বিরুদ্ধে যা সর্বোচ্চ। ১৯৬৬ সালের পর কোনো ব্রাজিল ফুটবলারও এত ফাউলের শিকার আর হননি। আজ দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার বিপক্ষেও কি নেইমার একই অবস্থায় পড়বেন? কোস্টারিকা কোচ অস্কার রামিরেজ অবশ্য জানিয়েছেন, নেইমারকে নিয়ে এ ধরনের কোনো পরিকল্পনা তাদের নেই।

রামিরেজ এমনটা বললেও সেটি বিশ্বাস করার কারণ নেই বলেই ধরে নিতে পারেন অনেকে। প্রতিপক্ষের সেরা খেলোয়াড়কে নিয়ে পরিকল্পনার কথা প্রকাশ্য সংবাদ সম্মেলনে কেউ বলে নাকি! নেইমারকে কোস্টারিকা চ্যালেঞ্জ ছাড়া খেলতে দেবে—এমনটা ভাবা একটু বাড়াবাড়িই হয়তো হয়ে যায়। তবে রামিরেজের কথায় বিশ্বাস রাখা যায় সার্বিয়ার বিপক্ষে ম্যাচটি দেখার পর। সে ম্যাচে কোস্টারিকার খেলা ছিল বেশ পরিচ্ছন্ন। যদিও ম্যাচটি ১-০ গোলে হেরে যায় তারা।

নেইমারকে ঠেকানোর কিছু পরিকল্পনা তো কোস্টারিকার অবশ্যই আছে। রামিরেজ জানিয়েছেন সেই পরিকল্পনাগুলো অবশ্যই ফুটবলীয় শিষ্টাচারের বাইরে হবে না, ‘কিছু পরিকল্পনা তো আমাদের অবশ্যই আছে। আমরা নিশ্চয়ই নেইমারকে ট্যাকল করার চেষ্টা করব, তবে অবশ্যই অন্যায় কিছু করব না, আমাদের খেলোয়াড়রা জানে কি করতে হবে আর কোনটা তাদের করা উচিত নয়।’

সুইজারল্যান্ডের ফুটবলারদের ফাউল চোখে বেঁধেছে রামিরেজেরও, ‘নেইমার খুব দক্ষ খেলোয়াড়, দুঃখজনক হলেও সত্যি গত ম্যাচে ওকে থামাতে সবাই খুব আক্রমণাত্মক ছিল। তবে আজ মাঠে অনৈতিক কিছু হবে না বলেই আমার বিশ্বাস!

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.