আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

অপেশাদারি আচরণের দায়ে নেইমারকে 'হলুদ কার্ড'

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৬-২৩ ১৫:০৭:০৪

প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে ড্র। দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার বিরুদ্ধে ২–০ ব্যবধানে জয়। গতকাল শুক্রবার ইনজুরি টাইমে প্রথমে ফিলিপ কুতিনহো, পরে নেইমার গোল করেন। তাদের গোলে রাশিয়া বিশ্বকাপে ব্রাজিল পেল প্রথম জয়ের স্বাদ। 

তবে ব্রাজিলের এই জয়ের দিনে হলুদ কার্ড হজম করতে হয়েছে জয়ের দুই নায়ক কুতিনহো ও নেইমারকে। রেফারির সিদ্ধান্তে বিরক্তি প্রকাশ করে অপেশাদারি আচরণের দায়ে নেইমারকে হলুদ কার্ড দেখান রেফারী। ম্যাচের ৮১ মিনিটের মাথায় নেইমারের পাশাপাশি হলুদ কার্ড পান কুতিনহো।

কোস্টারিকার ডি-বক্সের বাইরে থেকে বল নিয়ে ঢোকার মুখে নেইমারকে ফাউল করে কোস্টারিকার ডিফেন্ডাররা। রেফারি বাঁশি বাজানোর পর ফি-কিকের জন্য বল নিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন নেইমার। কিন্তু রেফারির দাবি, ফাউল করেছে নেইমারই। রেফারির সেই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি নেইমার। এরপর তিনি বলটি হাত দিয়ে ছুড়ে মাটিতে মারেন।

নেইমারের এমন আচরণ পছন্দ হয়নি রেফারীর। অপেশাদারি আচরণের দায়ে তাকে হলুদ কার্ড দেখান রেফারী। এই ঘটনার প্রতিবাদ করতে ছুটে আসেন কুতিনহো। এর জেরে তাকেও হলুদ কার্ড হজম করতে হয়।

শেয়ার করুন

আপনার মতামত দিন