আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

‘আর্জেন্টিনার স্বার্থে অবসরে যাওয়া উচিত মেসির’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৬-২৩ ২০:০৬:৩৮

সিলেটভিউ ডেস্ক :: ব্রাজিল বিশ্বকাপে গোল্ডেন বল জিতেছিলেন আর্জেন্টিনার মেসি। কিন্তু রাশিয়া বিশ্বকাপে সেই মেসিকে গ্রুপ পর্বের দুই ম্যাচে পাওয়াই যায়নি। ব্রাজিল বিশ্বকাপ না হয় চার বছর পেরিয়ে গেছে। সে স্মৃতি অতীত। কিন্তু বার্সেলোনার হয়ে সর্বশেষ মৌসুমেও ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে মেসি সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। সে স্মৃতিতো এখনো টাটকা। অথচ সেই মেসি আইসল্যান্ড এবং ক্রোয়েশিয়া ম্যাচে কিনা থাকলেন বোতলবন্দী! বিবর্ণ এই মেসিকে তাই আর্জেন্টিনা দলের স্বার্থে অবসর নেওয়া উচিত বলে মন্তব্য করছেন দেশটির একজন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক।

ফার্নান্দো নিমব্র নামের এই সাংবাদিক মনে করেন, মেসি আর্জেন্টিনা দলকে নিয়ন্ত্রণ করে। আর মেসির দলে খেলে তার বন্ধুরা। দলে কে খেলবেন এবং কাকে কিভাবে ব্যবহার করা হবে সে সিদ্ধান্ত কোচের হাতে নয়, আছে মেসির হাতে। আর তাই আর্জেন্টিনা দলকে মুক্তি দেওয়া উচিত মেসির। কারণ বার্সেলোনায় তিনি যেমন চালকের আসনে থাকেন তেমনটি তিনি আর্জেন্টিনায় পারছেন না।

ফার্নান্দো বলেন, 'মেসি আর্জেন্টিনা দলকে নিজের মনে করেন। তিনি দলের কোচের আসনে আছেন। আর তিনি যে সিদ্ধান্ত নেন তা হলো দলে তার বন্ধুদের খেলাবেন। বন্ধুদের খেলানোর মজা হাড়ে হাড়ে টের পাচ্ছেন তিনি। একটি দুর্বল দল, এমন একটা দল যারা জানে না তাদের কাজ কী, আর্জেন্টিনার এই দলে প্রাণ নেই।'

এরপর তিনি মেসিকে উদ্দেশ্য করে বলেন, 'মেসি আমরা দলে প্রাণ চাই। আপনি দলের সেরা খেলোয়াড়। একটি দল যখন ব্যর্থ হয় তখন আমরা সেরা খেলোয়াড়ের কাছে কী চাই? আমরা চাই যে, তিনি দলের গভীরে প্রবেশ করুক। কিন্তু মেসি সেটা করছেন না।'

এরপর তিনি বলেন, 'বন্ধু মাসচেরানোকে নিয়ে অনেক হয়েছে। অনেক হয়েছে কোচ সাম্পাওলির কাজ! তার অসঙ্গতি অনেক দেখেছি। পরিকল্পনা ছাড়া দল চালানো অনেক হয়েছে। এখন সত্যি হলো, আর্জেন্টিনার স্বার্থে দল থেকে অবসর নিন মেসি। এরপরও যদি খেলে যাওয়ার সিদ্ধান্ত নেন, তবে তার চেয়ে খারাপ সিদ্ধান্ত আর কিছু হবে না।'

শেয়ার করুন

আপনার মতামত দিন