Sylhet View 24 PRINT

বিশ্বকাপের 'ঘুষখোর' রেফারি আজীবন নিষিদ্ধ!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-১০ ০১:১৫:১৩

এডেন মারওয়া রেঞ্জ। কেনিয়ার শীর্ষস্থানীয় রেফারি তিনি। ফিফার তালিকাভুক্ত সহকারী রেফারিও। এমনকি রাশিয়া বিশ্বকাপের রেফারি টিমেও তার নাম ছিল। কিন্তু বিশ্বকাপ চলাকালেই দুর্নীতির অভিযোগে তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)।

এডেন মারওয়ার বিরুদ্ধে অভিযোগ তিনি ঘানার ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তা সেজে ছদ্মবেশী একজন সাংবাদিকের কাছ থেকে ৬ হাজার মার্কিন ডলার ঘুষ নিয়েছিলেন। সেটা স্বীকার করার পর তার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে রবিবার সিএএফের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গত জুনে এই ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ করে বিবিসি। তখনই তাকে ঘুষ গ্রহণের দায়ে অভিযুক্ত করা হয়। এবার অপরাধ প্রমাণিতও হওয়ার পর বিশ্বকাপের তালিকা থেকেও বাদ দেয়া হয়েছে। তবে শুধু রাশিয়া বিশ্বকাপে নয়, ৪ বছর আগে ব্রাজিল বিশ্বকাপেও রেফারিদের তালিকায় তার নাম ছিল। কিন্তু ঘুষ গ্রহণের দায়ে তাকে এবার ফুটবল থেকে বিদায় নিতে হচ্ছে। তবে বিশ্বকাপে দায়িত্ব পালনের জন্য ফিফার তালিকায় নাম থাকায় প্রাপ্য পারিশ্রমিক তিনি পাবেন।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.