Sylhet View 24 PRINT

মাঠে থাকা সুন্দরীদের দিকে ক্যামেরা ধরা যাবে না!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-১৫ ০১:০২:১৪

বিশ্বকাপে প্রধান আকর্ষণ ফুটবল তারকারাই। কিন্তু মাঠের বাইরে এই তারকাদের সব সময়ে চিয়ার করে জান দর্শকেরা। অবশ্য এই ক্ষেত্রে নারী সমর্থকদের আকর্ষণ রীতিমতো দেখার মতো। যে কোনো টুর্নামেন্টই হোক নারী সমর্থকদের টিভির পর্দায় একটা আলাদাই মর্যাদা আছে। তাদের লাস্যময়ী উপস্থিতি দেখেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভীষণ মুশকিল।

চলতি বিশ্বকাপেও এমন দৃশ্য যে মানুষকে আকৃষ্ট করেনি এমন বলাটা সম্পূর্ণ ভুল। এখনও পর্যন্ত বিশ্বকাপের প্রতি ম্যাচেই নজরে এসেছে সুন্দরী নারীদের উপস্থিতি।

তবে এবার সেই দৃশ্যে 'কোপ' পড়তে চলেছে। ফুটবলের সর্বময় নিয়ামক সংস্থা ফিফা রীতিমতো উঠেপড়ে লেগেছে নারীদের ছবি দেখিয়ে 'সেক্সিজম' ছড়ানো বন্ধ করতে।

ফিফার ডাইভারসিটি প্রধান ফেডেরিকো আডিয়েচি জানিয়েছেন, আমরা ব্যক্তিগত ব্রডকাস্টারদের সঙ্গে আলোচনা করেছি। আমাদের হোস্ট ব্রডকাস্টারদের সঙ্গেও কথা বলেছি। ওরা অঙ্গীকার করেছে যে এসব অবাঞ্ছিত বিষয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।

অবশ্য তিনি এও বলেন, সরকারিভাবে এখনও এমন কোনো নিয়ম নেই। তবে ভবিষ্যতে নিশ্চয়ই নিয়মাবলির মধ্যে অন্তর্ভুক্ত হবে।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.