Sylhet View 24 PRINT

বাংলাদেশের ফুটবল নিয়ে যা বললেন দ্রগবা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-১৬ ০০:২৪:৫৩

রাশিয়া বিশ্বকাপের শুরুতেই ব্রাজিল, জার্মানি, আর্জেন্টিনার মতো ফেবারিট দলগুলো বিদায় নিয়েছে। এতে বিশ্বকাপ আরও বেশি রোমাঞ্চকর হয়ে উঠেছে আইভরিকোস্টের সাবেক তারকা স্ট্রাইকার দিদিয়ের দ্রগবার কাছে। তার মতে, উন্মুক্ত সীমান্ত নীতির কারণে বিশ্বের বিভিন্ন দেশের খেলোয়াড়রা ইংল্যান্ড, জার্মানি, স্পেন, ইতালির বড় বড় ক্লাবে খেলছে। এতে বিশ্বকাপে বড়-ছোট দলের পার্থক্য কমে এসেছে যার সুযোগ নিতে পারে বাংলাদেশও।

মস্কোতে দেয়া এক সাক্ষাৎকারে দ্রগবা বলেন, আমার মনে হয় এটা বেশ রোমাঞ্চকর বিশ্বকাপ। উন্মুক্ত সীমান্ত নীতির কারণে এটা হচ্ছে। এখন বাংলাদেশের খেলোয়াড়রাও বিশ্বের সেরা ফুটবল ক্লাবে খেলতে পারে। কারণ এতে জাতীয় দলগুলোর মধ্যে গুণগত পার্থক্য কমে আসে কারণ আপনি সেরাদের কাছেই শিখছেন।

দিদিয়ের দ্রগবা আরও বলেন, বিশ্বকাপে এখন আর ছোট দল বলে কিছু নেই। ছোট ছোট দেশের খেলোয়াড়রা সেরা সব লিগে খেলছে। তারা ক্লাবে খেলতে অন্য দেশ যাচ্ছে এবং তাদের জ্ঞান ও খেলার ধরণ উন্নত হচ্ছে যার ফল সবাই দেখতে পাচ্ছে।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.