Sylhet View 24 PRINT

যুক্তরাষ্ট্রে জার্সি বিভ্রাটে বাংলাদেশ ‘ডিসকোয়ালিফাইড’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-২২ ১২:১৬:১৩

সিলেটভিউ ডেস্ক :: যুক্তরাষ্ট্রের শিকাগোতে স্পেশাল অলিম্পিক ইউনিফায়েড ফুটবলের সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। অনেক আশা নিয়ে শেষ চারে উঠলেও তা এখন গুঁড়েবালি। ফাইনালে উঠার লড়াইয়ের আগমুহূর্তে আয়োজকরা বাংলাদেশকে ডিসকোয়ালিফাইড ঘোষণা করায় প্রতিযোগিতা থেকে শূন্য হাতে বিদায় নিতে হয়েছে!

মূলত জার্সি বিভ্রাটের কারণে বাংলাদেশ এমন করুণ পরিণতির মুখোমুখি হতে হয়েছে।প্রতিযোগিতায় বাংলাদেশের সবার জার্সি নম্বর ঠিক থাকলেও এক জায়গায় দেখা দেয় সমস্যা। জার্সির পিছনে ১২ সংখ্যাটি খোদাই করা ছিল না।যে কারণে ১২ নম্বর হাতে লিখে কোনরকমে খেলতে হয়েছে। গ্রুপ পর্ব শেষে ফ্রান্স এমন অভিযোগ করলে আয়োজকরা বাংলাদেশকে সরাসরি প্রতিযোগিতা থেকে ডিসকোয়ালিফাইড ঘোষণা করে।

আয়োজকদের এমন ঘোষণায় সেমিফাইনালে রাশিয়ার বিপক্ষে আর মাঠে নামা হয়নি। বাংলাদেশের জায়গায় সেখানে সুযোগ পায় ফ্রান্স। তারা রাশিয়াকে ৩-০ ও চীনকে ২-১ গোলে হারিয়ে ট্রফিও জয় করে নিয়েছে।স্পেশাল অলিম্পিকের ন্যাশনাল ডিরেক্টর ফারুকুল ইসলাম এমন ভুলের ব্যাখ্যায় বলেন, ‘এমন ভুল কেন করলো বুঝলাম না। জার্সি তো নিশ্চয়ই ছিল। সেটা নিয়ে কেন মাঠে গেল না।অফিসিয়াল হিসেবে যারা শিকাগোতে আছেন, তারা  এর দায় এড়াতে পারেন না। আর এই আসরে জার্সি এদিক-সেদিক করার সুযোগ নেই। ইউনিফায়েড কাপে আমরা ভালো সুযোগ হারালাম।’

শিকাগো থেকে বাংলাদেশের ফরোয়ার্ড মাহবুবুর রহমান জুয়েল আফসোস করে বললেন, ‘নাস্তা করে মাঠে যাওয়ার আগ মুহূর্তে আমাদের দুঃসংবাদটি শুনতে হলো। আমরা সেমিফাইনাল খেলার জন্য তৈরি ছিলাম। একটি জার্সির পিছনে নাম্বারিং নিয়ে জটিলতার সুযোগ নিল ফ্রান্স। তাদের আপত্তির মুখে আমাদের ডিসকোয়ালিফাইড করে দিলো। আর সেই ফ্রান্স জিতলো শিরোপা।’

গ্রুপে উরুগুয়ের কাছে হার, ফ্রান্স ও স্বাগতিক যুক্তরাষ্টকে হারিয়ে বাংলাদেশ সেমিফাইনালে উঠেছিল।

সিলেটভিউ২৪ডটকম/২২ জুলাই ২০১৮/ডেস্ক /আআ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.