Sylhet View 24 PRINT

বিশ্বের সবচেয়ে বড় পরিবারটিকে চিনে রাখুন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-১৪ ০০:৩৭:৫৫

৮৭ বছর বয়সী এক বৃদ্ধ দাবি করেছেন, তার পরিবারটি পৃথিবীর সবচেয়ে বড় পরিবার। ৩৪৬ জন সদস্য নিয়ে তার বসবাস। তিনি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে পৃথিবীর সর্ববৃহৎ পরিবার হিসেবে নিজ পরিবারের নাম লেখানোর জন্য আবেদনও করেছেন।

ওই বৃদ্ধের নাম পাভেল সিমিনইয়ুক। তিনি ইউক্রেনের বাসিন্দা। তার সন্তান ১৩ জন, নাতি-নাতনি ১২৭ জন, নাতি-নাতনির সন্তান ২০৩ জন এবং নাতি-নাতনির সন্তানের সন্তান ৩ জন। এ নিয়ে সর্বমোট ৩৪৬ জন সদস্য নিয়ে তার বসবাস। তার পরিবারের সর্বকনিষ্ঠ সদস্যটির বয়স মাত্র ৫ সপ্তাহ!

পাভেল সিমিনইয়ুক সব সময় বড় পরিবারের স্বপ্ন দেখতেন। দক্ষিণ ইউক্রেনের দ্রোবোস্লাভে বসবাস করা এ বৃদ্ধ এতো বড় পরিবার পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করেন।

বিশাল এ পরিবারের কর্তা সাবেক নির্মাণ শ্রমিক পাভেল বলেন, এতো বড় পরিবার পেয়ে আমি ভাগ্যবান। কিন্তু মুশকিল হলো, পরিবারের প্রত্যেকের নাম মনে রাখা। বয়সে বড়দের নাম মনে রাখতে পারি। কিন্তু কম বয়সীদের নাম মনে রাখা কঠিন হয়ে যায়।

প্রত্যেক বছর পাভেলের পরিবারের কোনো সদস্য নতুন পরিবার গঠন করেন। তিনি বলেন, এ কারণে আমার নির্মাণ ব্যবসায় লোকের অভাব হয় না

পাভেলের পরিবারের ৩০ জন শিশু এখন স্কুলে যায়। তাদের জন্মদিনে আয়োজনও হয় অনেক বড়।

পাভেলের মেয়ে ৬৬ বছর বয়সী ভিরা সিমিনইয়ুক বলেন, বিয়ে কিংবা জন্মদিনের পার্টির জন্য আমরা বিশাল পাত্রে রান্না করি। এ সময় প্রত্যেক নারী একে অপরকে সাহায্য করে।

পাভেলের পরিবার ইতোমধ্যেই ইউক্রেনের সবচেয়ে বড় পরিবার হিসেবে স্বীকৃতি পেয়েছে। গিনেস বুকে নাম তোলার জন্য তার পরিবারের প্রত্যেকের নাম জাতীয়ভাবে নিবন্ধনও করা হয়েছে।

জাতীয় নিবন্ধন সংস্থার প্রধান লানা ভেদরোভা বলেন, এরকম পরিবারের সংখ্যা পৃথিবীতে নেই বললেই চলে।

এর আগে অবশ্য ১৯২ সদস্য নিয়ে ভারতের একটি পরিবার গিনেস বুকে জায়গা করে নেয়। সবকিছু ঠিকঠাক থাকলে পাভেলের ৩৪৬ সদস্যের পরিবারটি শিগগিরই ওই রেকর্ড নিজেদের করে নিবে।

সূত্র: বে সিটি অবজারভার, ডেইলি মেইল

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.