আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

ফেসবুক ব্যবহার করতে পারবেন না ক্রিকেটাররা!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-৩১ ০৯:৫২:১৯

সিলেটভিউ ডেস্ক :: নানা বিতর্কে জড়িয়ে পড়ছেন ক্রিকেটাররা। তাই কড়াকড়ির খড়গ নামছে তাদের উপর। ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারে আসছে নিষেধাজ্ঞা। সে কথাই স্পষ্ট জানিয়ে দিলেন বিসিবি বস নাজমুল হাসান পাপন।

তিনি বলেন,‘যখন তারা ট্যুরে যায় তখন সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ বন্ধ। এটা করবো কিনা এ নিয়ে আমরা ভাবছি। এখনো সিদ্ধান্ত না নিলেও এটা নিয়ে গাইডলাইন তৈরি করছি। তারা কী করতে পারবে, কী পারবে না তালিকা করে প্রত্যেক প্লেয়ারকে দিয়ে সই করাবো। তাহলে তাদের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেয়া সহজ হবে। সব কিছুর পরে কিন্তু ওদের নিজেদেরই ভালো হতে হবে। জোর করে কাউকে ভালো করা যায় না। ওরা নিজেরা ভালো না হলে আমাদের কিছু করার নাই, চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই হবে।’

ক্রিকেটারদের পথে ফেরাতে বিসিবি নানা উদ্যোগ নিয়েছে। কাউন্সিলিং থেকে শুরু করে বড় শাস্তি দিয়েও তাদের পথে ফেরানোর চেষ্টা হয়েছে। এবার ক্রিকেটারদের মানসিকভাবে শুদ্ধি আনতে নিয়ে আনা হচ্ছে মনোবিজ্ঞানী। এমনই আভাস দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। তিনি বলেন, ‘আমরা সাইকোলজিস্ট নিয়ে আসার কথা ভাবছি। যে প্লেয়ারদের এই ব্যাপারে একটু ট্রেনিং দেয়া যায় কিনা। আমরা তো শুধু খেলায় জেতার জন্য ট্রেনিং দেই। এখন ওই বিষয়ে কিছু করা যায় কিনা। আমি কথা বলেছি অলরেডি।’

সিলেটভিউ২৪ডটকম/৩১আগস্ট২০১৮/ডেস্ক/ আআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন