আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে বর্ণাঢ্য আয়োজনে যাত্রা শুরু করলো বেসিক ক্রিকেট একাডেমি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-০৯ ১০:৫৮:১৫

স্পোর্টস রিপোর্ট :: সিলেটে যাত্রা শুরু করেছে বেসিক ক্রিকেট একাডেমি।

একাডেমির আত্মপ্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান শনিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসিক ক্রিকেট একাডেমির চেয়ারম্যান নজরুল ইসলাম বাবুল।

সাবেক কৃতী ক্রিকেটার দুলাল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, একাডেমির উপদেষ্টা ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য বিজিত চৌধুরী, একাডেমীর পরিচালক এবং সাবেক কৃতী ক্রিকেটার হানিফ আলম চৌধুরী, সিলেট মেট্রোপলিটন চেম্বারের সহ-সভাপতি হুরায়রা ইফতার হোসেইন, সিটি কাউন্সিলর তাকবিরুল ইসলাম পিন্টু, সিলেট ক্রিকেটার্স এসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম নাচন, বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি,সিলেটর সভাপতি মান্না চৌধুরী, ক্রিকেট কোচ ইমরানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশ, মিসবাহ, তামিম, আশরাফুল আলম মাহী প্রমুখ।

বক্তারা বলেন, সারা দেশের মতো সিলেটের ক্রিকেটেও এখন জোয়ার বইছে। কিশোর, তরুণেরা ক্রিকেটেই ভবিষ্যতের ছবি আঁকতে চায়। কিন্তু সঠিক পরিচর্যা আর প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় তাদের অনেকেই লক্ষ্যে পৌছতে পারছেনা। বেসিক ক্রিকেট একাডেমি নবীন ক্রিকেটারদের স্বপ্নপূরণে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তারা।

সিলেটভিউ২৪ডটকম/০৮ সেপ্টেম্বর ২০১৮/প্রেবি/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন