আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

তামিম সম্পর্কে যা বললেন মাশরাফি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-১৭ ০০:৫৮:৪৫

বাংলাদেশ ক্রিকেট টিমের অন্যতম আস্থার নাম তামিম ইকবাল। আর এ কথা যেন আবারও প্রমাণ হল এশিয়া কাপ ২০১৮ এর উদ্বোধনী ম্যাচে। নিজেদের ব্যাটিং ইনিংসের শুরুতেই তামিম যখন ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে ড্রেসিং রুমে ফিরে গেলেন এবং পরে জানা গেল তার এশিয়া কাপই শেষ, তখনও করো ধারণা ছিল না সামনে কত বড় চমক আসতে যাচ্ছে। দলের প্রয়োজনে ১১ নম্বর ব্যাটসম্যান হিসেবে যখন মাঠে নামলেন সবার চোখে অবিশ্বাসের ছায়া। দলের প্রতি তার এমন নিবেদন নিয়ে অধিনায়ক মাশরাফির কণ্ঠেও আবেগের ছোঁয়া।

গতকাল বিকেলে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচটিতে বাংলাদেশের ব্যাটিং ইনিংসের নবম উইকেটের পতনের পর বিস্ময় ছড়িয়ে মাঠে নামেন তামিম।

এ ব্যাপারে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তার প্রিয় সতীর্থের প্রসংশায় বলেন, 'আমি মনে করি তামিমের জন্য যে বাক্য প্রযোজ্য তা হচ্ছে “সবাইকে তার কথা মনে রাখা উচিত”।'

মাশরাফির বক্তব্যে উঠে আসে মুশফিকের অনবদ্য সেঞ্চুরির প্রসঙ্গও। ‘মুশফিকুর এবং মিথুনকে অনেক ধন্যবাদ। শুরুতেই দুই উইকেট হারিয়ে ফেলা সবসময় চাপের বিষয়। কিন্তু তারা যেভাবে ব্যাট করেছে দেখতে খুব ভালো লেগেছে।'

তামিম-মুশফিকের প্রশংসা করলেও যেভাবে উইকেট হারিয়েছে বাংলাদেশ তাতে মোটেই খুশি নন মাশরাফি। তিনি বলেন, 'সিনিয়ররা যেভাবে পারফর্ম করছে এটা বেশ উৎসাহব্যঞ্জক। আমি মনে করি আমাদের আরও উন্নতির সুযোগ আছে। আমরা যেভাবে উইকেট হারিয়েছি, আশা করি আমরা এদিকটাতে আরও ভালো করে নজর দিব। মিথুন ভুল সময়ে আউট হয়েছে এবং সে আউট না হলে আমরা ২৮০-২৯০ রান করতে পারতাম।'

পাশাপাশি, দলের ফিল্ডিং নিয়েও কিছুটা খেদ ঝরে মাশরাফির কণ্ঠে।


শেয়ার করুন

আপনার মতামত দিন