Sylhet View 24 PRINT

আমিরাতের জালে বাংলাদেশের মেয়েদের সাত গোল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-২১ ১৮:২৬:১৭

সিলেটভিউ ডেস্ক :: ২০১৯ সালের এএফসি অনূর্ধ্ব-১৬ উইমেন্স চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ম্যাচে শুক্রবার সংযুক্ত আরব আমিরাতকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েদের এটি টানা তৃতীয় জয়। টুর্নামেন্টে বাংলাদেশ এখনো কোনো গোল হজম করেনি।

এর আগে বাহরাইনকে ১০-০ গোলে ও লেবাননকে ৮-০ গোলে হারায় লাল-সবুজের জার্সিধারীরা। আগামী ২৩ সেপ্টেম্বর ভিয়েতনামের মুখোমুখি বাংলাদেশ। পয়েন্ট টেবিলে ‘এফ’ গ্রুপে বাংলাদেশ ও ভিয়েতনাম উভয় দলেরই পয়েন্ট নয় করে।

ভিয়য়েতনামও তাদের প্রথম তিন ম্যাচে জয় পেয়েছে। বাংলাদেশের মতো গত তিন ম্যাচে ভিয়েতনামও কোনো গোল হজম করেনি। তিন ম্যাচে বাংলাদেশ করেছে ২৫টি গোল। ভিয়েতনামও করেছে ২৫টি গোল। 

শুক্রবার রাজধানীর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে ছিল ৫-০ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে সংযুক্ত আরব আমিরাতের জালে আরো দুইবার বল জড়ায় বাংলাদেশ।


সিলেটভিউ২৪ডটকম/২১ সেপ্টেম্বর ২০১৮/ডেস্ক/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.