Sylhet View 24 PRINT

রোনালদোর শাস্তি কি বাড়বে?

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-২২ ০০:২৮:০৭

নানা জল্পনা-কল্পনা শেষে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালির ক্লাব জুভেন্টাসে যোগ দিয়েছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। তবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের হয়ে নিজের অভিষেকটা মোটেও ভাল হয়নি এই পর্তুগিজ তারকার। ম্যাচের প্রথমার্ধেই রেফারির বিতর্কিত সিদ্ধান্তে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এই ফুটবল নক্ষত্র।

এদিন ক্যারিয়ারের ১১তম এবং চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লাল কার্ড হজম করেন ভ্যালেন্সিয়ার বিপক্ষে। কিন্তু তার লাল কার্ড নিয়ে বেশ বিতর্ক চলছে। নিশ্চিতভাবেই রোনালদো চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী ম্যাচ মিস করছেন। উয়েফা চাইলে তার শাস্তি বাড়াতে পারে। কিন্তু রোনালদোর নিষেধাজ্ঞা বাড়ার সম্ভাবনা কম।

তবে বার্তা সংস্থা এএফপি বলছে, রোনালদোর শাস্তি বাড়ার সম্ভাবনা নেই। রোনালদোর আচরণে এমন কোনো ‘দোষ’ খুঁজে পায়নি উয়েফা।

এদিকে জুভেন্টাসের কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি ভিডিও অ্যাসিস্টেন রেফারি (ভিএআর) প্রযুক্তির আবেদন জানিয়েছেন। তার মতে,‘সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভিএআর প্রযুক্তি রেফারিকে সাহায্য করতে পারে।’

তবে চ্যাম্পিয়ন্স লিগে ভিএআর ব্যবহার করা হবে কিনা সেই সিদ্ধান্ত নিতে ২৭ সেপ্টেম্বর লিয়নে বৈঠকে বসছে উয়েফার এক্সিকিউটিভ কমিটি।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.