আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

পাকিস্তানকে উড়িয়ে দিলেন সালমারা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-০৮ ১৫:০৯:৩৭

সিলেটভিউ ডেস্ক :: পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটা যাচ্ছেতাই যায় বাংলাদেশ নারী দলের। চার ম্যাচের সিরিজে ৩-০তে হোয়াইটওয়াশ হন সালমা-রুমানারা। তবে একমাত্র ওয়ানডেতে ভিন্ন চিত্র। দুর্দান্ত কামব্যাকে সফরকারীদের উড়িয়ে দিয়েছেন তারা। পাকিস্তান নারী দলকে ৬ উইকেটে হারিয়েছেন লাল সবুজ জার্সিধারীরা।

এর আগে সোমবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং নেয় পাকিস্তান। শুরুটাও শুভ করেন অতিথিরা। মাত্র ১ উইকেট হারিয়েই স্কোর বোর্ডে ৫০ রান তোলেন তারা। এরপরই পথ হারায় পাকিস্তান। মাত্র ৯৪ রানেই অলআউট হয়ে যায় জাভেরিয়া খান বাহিনী।

পাকিস্তানকে এত অল্প রানে গুঁড়িয়ে দেয়ার নেপথ্য কারিগর খাদিজা তুল কুবরা। তার স্পিন বিষে নীল হয় সফরকারীরা। তিনি ২০ রান খরচায় একাই নেন ৬ উইকেট। ডানহাতি অফস্পিনারের এটি ক্যারিয়ারসেরা বোলিং।

১৫তম ওভারে নিজের হয়ে প্রথম আঘাত হানেন খাদিজা। বাকি সময় তার স্পিন ঘূর্ণিতে কুপোকাত হয়ে পড়ে পাকিস্তান। কোনোভাবেই ওর স্পিন ভেলকি পড়তে পারেননি প্রতিপক্ষ ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত ৯৪ রান তুলতেই গুটিয়ে যায় তারা। শেষ ৫ উইকেট হারায় মাত্র ১০ রানে।

৯.৫ ওভারে এক মেইডেনসহ ২০ রান খরচায় ৬ উইকেট নেন খাদিজা। এটি তার ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট। এছাড়া রুমানা আহমেদ ২, জাহানারা আলম ও লতা মন্ডল নেন ১টি করে উইকেট।

সিলেটভিউ২৪ডটকম/০৮ অক্টোবর ২০১৮/ডেস্ক/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন