Sylhet View 24 PRINT

ব্যালন ডি'অর ২০১৮: মনোনয়ন পেলেন কারা?

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-০৯ ১৪:২৩:৩০

ফুটবল জগতকে চমকে দিয়ে রোনালদোকে পিছনে ফেলে ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে নিয়েছেন ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ৷ তবে ব্যালন ডি'অরের জন্য সোমবার প্রথম মনোনয়ন পেলেন সিআর সেভেন৷ ফরাসি ফুটবল ম্যাগাজিনের দেওয়া বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি'অরের জন্য ৩০ জন ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। যাদের মধ্যে প্রথমেই রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো৷ তালিকায় রয়েছেন মেসি, নেইমার, লুকা মদ্রিচও।

ব্যালন ডি'অর ২০১৮: মনোনীত ফুটবলার

১. ক্রিস্টিয়ানো রোনালদো (জুভেন্টাস)
২. সের্জিও আগুয়েরো (ম্যাঞ্চেস্টার সিটি)
৩. গ্যারেথ বেল (রিয়াল মাদ্রিদ)
৪. আলিসন বেকার (লিভারপুল)
৫. করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ)
৬. এডিনসন কাভানি (পিএসজি)
৭. থিওবাও কুর্তোয়া (রিয়াল মাদ্রিদ)
৮. কেভিন ডি ব্রুইন (ম্যাঞ্চেস্টার সিটি)
৯. রবের্তো ফিরমিনো (লিভারপুল)
১০. দিয়েগো গোডিন (অ্যাটলেটিকো মাদ্রিদ)
১১. অ্যান্তোনিও গ্রিজম্যান (অ্যাটলেটিকো মাদ্রিদ)
১২. এডেন হ্যাজার্ড (চেলসি)
১৩. ইসকো (রিয়াল মাদ্রিদ)
১৪. হ্যারি কেন (টটেনহ্যাম হটস্পার)
১৫. এনগোলো কন্তে (চেলসি)
১৬. হুগো লরিস (টটেনহ্যাম হটস্পার)
১৭. মারিও মানজুকিচ (জুভেন্টাস)
১৮. সাদিও মানে (লিভারপুল)
১৯. মার্সেলো (রিয়াল মাদ্রিদ)
২০. কিলিয়ান এমবাপ্পে (পিএসজি)
২১. লিওনেল মেসি (বার্সেলোনা)
২২. লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ)
২৩ নেইমার (পিএসজি)
২৪. জান ওবলাক (অ্যাটলেটিকো মাদ্রিদ)
২৫. পল পোগবা (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড)
২৬. ইভান রাকিটিচ (বার্সেলোনা)
২৭. সের্জিও রামোস (রিয়াল মাদ্রিদ)
২৮. মোহামেদ সালহা (লিভারপুল)
২৯. লুইস সুয়ারেজ (বার্সেলোনা)
৩০. রাফায়েল ভারানে (রিয়াল মাদ্রিদ)

উল্লেখ্য, গত দুই বছরসহ মোট পাঁচবার এই পুরস্কার জিতেছেন পর্তুগিজ স্ট্রাইকার রোনালদো৷ আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির সঙ্গে সর্বাধিক পাঁচবার ব্যালন ডি'অর জয়ের কৃতিত্ব রয়েছেন একমাত্র রোনালদোরই৷ ১৯৫৬ সাল থেকে বিশ্বের বর্ষসেরা ফুটবলারকে ব্যালন ডি'অর পুরস্কার দিয়ে আসছে ফ্রান্সের একটি পত্রিকা৷ পুরস্কার প্রাপককে বেছে নেয় জার্নালিস্টদের একটি প্যানেল৷

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.