Sylhet View 24 PRINT

ডিম দিবসে 'ডাক' মেরে 'ডাক মাস্টার' খেতাব পেলেন আফ্রিদি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১৪ ০০:৫০:২৫

আফগান লিগের শুরুটা ভালো হলো না শহীদ আফ্রিদির। চার ম্যাচে তার রান যথাক্রমে ১, ১৯, ১* ও ০। গতকাল ছিল 'বিশ্ব ডিম দিবস'। আর এমন দিনে 'ডাক' মেরে তাকে নিয়ে রসিকতায় মেতে উঠেছে নেটিজেনরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে দেওয়া হলো 'ডাক মাস্টার' খেতাব।

শহীদ আফ্রিদি একসময় ওয়ানডে ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরিয়ান ছিলেন। তবে তার ২০ বছরের ক্যারিয়ারের ৫২৩টি ম্যাচে ৪৪ বার ডাক মেরেছেন তিনি। সর্বশেষ সেই তালিকায় যুক্ত হয়েছে আফগান প্রিমিয়ার লিগের (এপিএল) পাকতিয়া প্যানথার্সের হয়ে খেলা ম্যাচটি।

আফ্রিদি ওয়ানডে ক্রিকেটে ডাক মেরেছেন ৩০টি, যা ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ। তবে টি-২০তে তো সবার ওপরের স্থানেই আছেন তিনি। এই ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে ৮ বার আর ঘরোয়া লিগে ২১ বার মিলিয়ে মোট ২৯ বার ডাক মেরেছেন আফ্রিদি। টেস্টে অবশ্য তুলনমূলক কম ডাক মেরেছেন (৬ বার)।

তবে সব ধরনের ক্রিকেট মিলিয়ে আফ্রিদির ডাক সংখ্যা ৮১টি। সব ঘরোয়া লিগেই ডাক মারার বিরল রেকর্ড সম্ভবত তার একারই দখলে আছে। সর্বশেষ 'ডিম দিবস'-এ ডাক মারার পর সামাজিক যোগাযোগের মাধ্যমে তাকে ‘ডাক মাস্টার’ খেতাব দিচ্ছেন অনেকে। অনেকে আবার মনে করিয়ে দিচ্ছেন, 'বিশ্ব ডিম দিবসে' ডাক মেরেছেন আফ্রিদি।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.