Sylhet View 24 PRINT

ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানা কিনতে পারেন সৌদি যুবরাজ!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১৭ ০৩:০৩:৩৯

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানা পরিবর্তন হতে পারে বলে গুঞ্জন উঠেছে। অভিজাত এ ক্লাবের মালিক হতে পারেন সৌদি আরবের আলোচিত ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এমনটাই খবর দিচ্ছে ব্রিটিশ দৈনিক ‘দ্য সান’।


সৌদি যুবরাজের অঢেল সম্পদের কথা তুলে ধরে খবরে বলা হয়েছে, ৮৫০ বিলিয়ন পাউন্ডের মালিক সৌদি রাজ পরিবার। সুতরাং অর্থের সেই সাগর থেকে ম্যানইউ কিনতে মাত্র ৩ বিলিয়ন ডলার খরচ হবেন তার!

দ্য সান'র এই খবর সত্যি হলে ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন এক প্রতিযোগিতাও দেখা যাবে। কারণ দুবাইভিত্তিক মালিকানার ক্লাব ম্যানইউ’র নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির সঙ্গেই তাদের আসল লড়াই হবে।

উল্লেখ্য, বরাবরই ফটবল নিয়ে ভালোই আগ্রহ দেখা গেছে সৌদি যুবরাজের। চলতি বছরই রাশিয়া বিশ্বকাপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফিফা সভাপতি জিওভান্নি ইনফান্তিনোর সঙ্গে বসে উদ্বোধনী ম্যাচে সৌদি আরবের খেলা দেখেছেন তিনি। তাই ধারনা করা হচ্ছে অভিজাত এ ক্লাবের মালিক হতেই পারেন তিনি। 

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.