আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

অপ্রতিরোধ্য মুশফিক, ডাবল সেঞ্চুরির উচ্ছ্বাস

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-১২ ১৫:৪১:১২

সিলেটভিউ ডেস্ক:: জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে দারুণ ছন্দে খেলছে টাইগাররা। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় দিনে ব্যাট হাতে এরই মধ্যে ৭ উইকেটের বিনিময়ে ৪শ’ রানে পা রেখেছে টাইগাররা। দুর্দান্ত ব্যাটিংয়ে ব্যক্তিগত দুইশ' রান ছাড়িয়েছেন মুশফিকুর রহিম।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৫৩ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪৮৬। ২০০ রানে অপরাজিত আছেন মুশফিকুর রহিম। অপর পাশে মেহেদী হাসান মিরাজ অপরাজিত আছেন ৫১ রানে।

প্রথম দিন মুমিনুল হক ও মুশফিকুর রহিমের জোড়া সেঞ্চুরিতে ৫ উইকেট হারিয়ে ৩০৩ রান করে টাইগাররা। টেস্ট ক্যারিয়ারে সপ্তম সেঞ্চুরির পর ১৬১ রানে বিদায় নেন মুমিনুল। তবে পুরোপুরি টেস্ট মেজাজে খেলতে থাকা মুশফিক ষষ্ঠ সেঞ্চুরি করে ১১১ রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় দিন ব্যাট হাতে নেমে নিজের ইনিংসটা বড় করতে ভুল করেননি মুশফিক।

তবে মধ্যাহ্ন বিরতির পর কাইল জারভিসের বলে বিদায় নেন মাহমুদউল্লাহ রিয়াদ। ১১০ বলে ৩টি চারে ৩৬ করেন ভারপ্রাপ্ত অধিনায়ক। মুশফিকুর রহিমের সঙ্গে তিনি ষষ্ঠ উইকেট জুটিতে ৭৩ রান করেন।

মাহমুদউল্লাহ রিয়াদের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি আরিফুল হক। কাইল জারভিসের বলে চারিকে ব্যক্তিগত ৪ রানে ক্যাচ দেন তিনি। ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ৫ উইকেট পেলেন জিম্বাবুইয়ান ফাস্ট বোলার।

তবে ব্যাট হাতে একাই লড়াই চালায় যান মুশফিক।

শেয়ার করুন

আপনার মতামত দিন