আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

ব্রাজিল শিবিরে ইনজুরির হানা, দুশ্চিন্তায় কোচ!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-১৪ ০১:১৭:৫০

ব্রাজিল শিবিরে হানা দিয়েছে ইনজুরি। আগামী ১৬ ও ২০ নভেম্বর মাঠে নামবে সেলেকাওরা। উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার পরে ক্যামেরুনের মুখোমুখি হবে তারা। কিন্তু ইনজুরির কারণে ওই ম্যাচ দুটি খেলতে পারবেন না কুতিনহো-মার্সেলো এবং কাসেমিরোরা।

দারুণ ফর্মে থাকা মার্সেলো ইনজুরির কারণে রিয়াল মাদ্রিদ দল থেকে ছিটকে গেছেন। এরপর বার্সার দল থেকে ছিটকে গেছেন কুতিনহো। ক্লাবের হয়ে আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে শেষ ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন কাসেমিরো। আর সে কারণে শেষ সময়ে এসে তাদের বদলি খেলোয়াড় ডাকতে হলো ব্রাজিল কোচ তিতের।

রবিবারের ম্যাচের শুরুর দিকে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন কাসেমিরো। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে ম্যাচ খেলতে পারবেন না তিনি। তার জায়গায় দলে নেওয়া হয়েছে বার্সার ফরোয়ার্ড রাফিনহাকে। এছাড়া ব্রাজিল দলে ডাক পেয়েছেন জুভেন্টাসের লেফট ব্যাক অ্যালেক্স সান্দ্রো। তিনি মার্সেলোর জায়গায় ডাক পেয়েছেন। অন্যদিকে, কুতিনহোর ইনজুরির যে অবস্থা তিনি নভেম্বরে হয়তো আর মাঠে নামতে পারবেন না। তার জায়গায় ব্রাজিল কোচ তিতে চীনের গুয়াংজুতে খেলা রেনাতো আগুস্তোকে দলে ডেকেছে।

শেয়ার করুন

আপনার মতামত দিন