Sylhet View 24 PRINT

সাকিবের ট্যাক্স কার্ড সম্মাননা নিয়ে যা বলছেন ভক্তরা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-১৫ ০০:৫৯:৪৬

আয়কর আদায় করা ব্যক্তিদের সম্মাননা ও ক্রেস্ট তুলে দেয় জাতীয় রাজস্ব বোর্ড। আয়কর আদায় করে সম্মাননাপত্র পেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

আর সেই সম্মাননাপত্রের ছবি তুলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দেন সাকিব। আর সেই ছবি পোস্ট দেয়ার পর সোশ্যাল মিডিয়ায় সাকিবের ভক্ত-সমর্থকরা অভিনন্দ জানিয়েছেন।

নাঈম ইসলাম নামে একজন লেখেন, যেখানে মেসি-রোনালদোরা কর ফাঁকি দেয়, সেখানে আপনি করদাতা নির্বাচিত হলেন। আপনিতো সেরাই আর সেটা সর্বক্ষেত্রেই।

নাজিম উদ্দিন নামে একজন লেখেন, অথচ আমাদের এমপি-মন্ত্রীরা সম্পদ লুট করে বিদেশে বড় বড় অট্টালিকা বানায়। আসলে সাকিব ভাইদের মত মানুষগুলো রাজনীতিতে আসলে দেশের চিত্র ও দেশের নোংরা রাজনীতির চিত্র-ই বদলে যাবে। আপনার সিদ্ধান্তকে সম্মান জানাই। এখন না ক্রিকেট ক্যারিয়ার শেষ করে একটা দল গঠন করে রাজনীতিতে আসুন। আপনাকে দেশের বড় প্রয়োজন।

আব্দুল্লাহ ওমর নাসিফ নামে একজন লেখেন, দেশের আয় করের সঙ্গে যাকাতটাও দিন। তাহলে দেশের গরীব-অসহায় মানুষের উপকার হবে। দেশের দারিদ্রতা হ্রাস পাবে।


সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.