Sylhet View 24 PRINT

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-১৭ ১৬:১৫:৩৩

সিলেটভিউ ডেস্ক :: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে ইনজুরি কাটিয়ে ফিরেছেন অধিনায়ক সাকিব আল হাসান। এছাড়া জাতীয় ক্রিকেট লিগে ব্যাট-বল হাতে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে টেস্ট দলের দরজা খুলে গেছে সৌম্য সরকারের।

রবিবার দুপুরে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে চট্টগ্রাম টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে। জিম্বাবুয়ে সিরিজের দল থেকে বাদ পড়েছেন লিটন দাস, আবু জায়েদ রাহী, নাজমুল ইসলাম ও নাজমুল হোসেন শান্ত।

সাকিব ও সৌম্যর ফেরার সিরিজে স্কোয়াডে সুযোগ পেয়েছেন নাঈম হাসান। ১০ মাসের ব্যবধানে টেস্ট দলে জায়গা পেলেন তিনি। তরুণ এই ডানহাতি স্পিনার গত জানুয়ারিতে শ্রীলঙ্কা সিরিজের টেস্ট দলে সুযোগ পেয়েছিলেন, যদিও খেলা হয়নি তার।

আগামী ২২ নভেম্বর দুই টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

প্রথম টেস্টে বাংলাদেশের স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, নাঈম হাসান।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.