Sylhet View 24 PRINT

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দলে ব্রাভো

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-০৫ ১৩:৪২:৩৪

সিলেটভিউ ডেস্ক ::  দুই বছর পর ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে ফিরেছেন ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ১৫ সদস্যের দলে ফিরেছেন তিনি।

চোটের কারণে অনুপস্থিত নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডারের জায়গায় ওয়ানডে সিরিজে ক্যারিবীয়দের নেতৃত্ব দেবেন অলরাউন্ডার রোভম্যান পাওয়েল।
ব্রাভো সবশেষ ওয়ানডে খেলেছেন ২০১৬ সালের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে। ২৯ বছর বয়সি এই ব্যাটসম্যানের ফেরা নিয়ে ওয়েস্ট ইন্ডিজের নির্বাচক প্যানেলের চেয়ারম্যান কোর্টনি ব্রাউন বলেছেন, ‘আমাদের বিশ্বাস অধিনায়ক জেসন হোল্ডারের অনুপস্থিতে এখনও দল প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, বিশেষ করে ড্যারেন ব্রাভো ফেরায়। ওর অভিজ্ঞতা ব্যাটিংয়ে শক্তি বাড়াবে।’

আগামী ৯ ডিসেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ১১ ডিসেম্বর একই মাঠে দ্বিতীয় ও ১৪ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে তৃতীয় ও শেষ ম্যাচ। এরপর তিনটি টি-টোয়েন্টিও খেলবে দুই দল। এর আগে টেস্ট সিরিজে সফরকারীদের ২-০ তে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: রোভম্যান পাওয়েল (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, রোস্টন চেজ, দেবেন্দ্র বিশু, চন্দ্রপল হেমরাজ, শিমরন হেটমায়ার, ড্যারেন ব্রাভো, শাই হোপ, কার্লোস ব্রাফেট, কেমো পল, কাইরন পাওয়েল, ফ্যাবিয়ান অ্যালেন, কেমার রোচ, সুনীল অ্যামব্রিস, ওশানে টমাস।
সিলেটভিউ ২৪ডটকম/০৫ ডিসেম্বর ২০১৮/এমএইচআর

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.