আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

বিপিএলে লজ্জার রেকর্ড গড়লেন আল-আমিন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-১০ ০০:৪৮:১৬

চলতি আসরে বিপিএলে প্রথম জয় পেয়েছে সিলেট সিক্সার্স। চিটাগং ভাইকিংসকে ৫ রানে হারিয়ে প্রথম জয় তুলে নেয়  ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন সিলেট। এদিকে দল জিতলেও বিপিএলের ইতিহাসে লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছেন পেসার আল-আমিন হোসেন।

চিটাগংয়ের শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ২৪ রান। এমন অবস্থায় আগের তিন ওভারে ৩৯ রান দেওয়া আল-আমিনের হাতে বল তুলে দেন অধিনায়ক ওয়ার্নার। এক রান দিয়ে ওভার শুরু করলেও পরবর্তীতে দলকে বিপাকে ফেলে দেন আল-আমিন।

রবি ফ্রাইলিঙ্কের ব্যাটিং তাণ্ডবে পরবর্তী ৫ বলে তিনি দনে ৬, ২, ৬, ২, ১ রান। অর্থাৎ শেষ ওভারে তিনি খরচ করেন ১৮ রান। আর এতেই বিপিএলের ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে বেশি রান দেওয়ার লজ্জার রেকর্ডে নাম লেখান তিনি। নিজের কোটার ৪ ওভারে ৫৭ রান খরচ করেন আল-আমিন। যা বিপিএলে সবচেয়ে বেশি রান খরচার রেকর্ড। এ ম্যাচের আগে এক ইনিংসে সবচেয়ে বেশি রান খরচার রেকর্ড ছিল ৫৪ রান। শ্রীলঙ্কার দিলশান মুনাভিরা এবং বাংলাদেশের কামরুল ইসলাম রাব্বির নামের সাথে ছিল রেকর্ডটি।

২০১৫ সালে মুনাভিরা ও ২০১৭ সালে রাজশাহীর বিপক্ষে অনাকাঙ্ক্ষিত এ রেকর্ডের সম্মুখীন হন রাব্বি। ওভার প্রতি ১৪.২৫ হারে রান দিয়ে যা আজ টপকে গেলেন আল-আমিন।

এ তিন জন ছাড়াও বিপিএলের ইতিহাসে এক ইনিংসে ৫০ বা তার চেয়েও বেশি রান দেওয়ার ঘটনা ঘটেছে মোট ১১বার। সাকিব আল হাসানসহ মোট দশ বোলার এখনো অবধি সম্মুখীন হয়েছেন তিক্ত এ অভিজ্ঞতার। আর একমাত্র বোলার হিসেবে এমন অভিজ্ঞতা দু'বার হয়েছে আল-আমিন হোসেনের।

শেয়ার করুন

আপনার মতামত দিন