Sylhet View 24 PRINT

নিউজিল্যান্ড ঘরোয়া ক্রিকেটও বন্ধ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-১৬ ১৬:০৭:৫৯

ক্রাইস্টচার্চে মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় টেস্ট বাতিল করা হয়েছে। দেশে ফিরে আসছেন টাইগাররা। এ ঘটনার পর দেশটির ঘরোয়া ক্রিকেট বন্ধ রাখা হয়েছে।

প্লাঙ্কেট শিল্ড লিগটি এক রাউন্ড পিছিয়ে দেয়া হয়েছে। টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো খেলোয়াড়েরা সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত নিয়েছেন। ঘরোয়া ক্রিকেট থেকে আপাতত নিজেদের সরিয়ে নিয়েছে ক্যান্টারবেরি।

ক্রিকেটারদের এ সিদ্ধান্তে সম্মতি জ্ঞাপন করেছে ক্যান্টারবেরি ক্রিকেট বোর্ড। ক্লাবটির প্রধান নির্বাহী জেরিমি কারউইন বলেন, সবাই ঐক্যবদ্ধভাবে এ সিদ্ধান্ত নিয়েছেন। এতে পরিষ্কার, এ হৃদয়বিদারক ঘটনা সবাইকে নাড়িয়ে দিয়েছে।

তিনি বলেন, বোর্ড পুরোপুরি তাদের সিদ্ধান্তকে সম্মান জানায়। তাদের সময়োপযোগী সিদ্ধান্তে আমরা গর্বিত।

ক্রাইস্টচার্চে মসজিদে নৃশংশ হামলার পর বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট বাতিল করা হয়েছে। দেশে ফিরে আসছেন টাইগাররা। সফর বাতিল করেছে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ নারী ক্রিকেট দল।

শুক্রবার হ্যাগলি পার্কে মসজিদ আল নূরে জুমার নামাজ আদায় করতে যাওয়া মুসল্লিদের ওপর নির্বিচারে গুলি করে সন্ত্রাসীরা। এতে নিহত হন প্রায় অর্ধশতাধিক। সেই মসজিদে নামাজ আদায় করতে গিয়েছিলে বাংলাদেশ ক্রিকেটাররা। কয়েক মিনিট আগে তারা সেখানে পৌঁছলে বড় কিছু ঘটতে পারত।


সিলেটভিউ ২৪ডটকম/১৬মার্চ ২০১৯/গআচ

সৌজন্যেঃযুগান্তর

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.