Sylhet View 24 PRINT

‘মেসিকে ফিরে পাওয়াটা সম্মানের’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-২০ ১৪:৩৬:৩৪

গত রাশিয়া বিশ্বকাপের প্রায় সাড়ে আট মাস পর আবার আর্জেন্টিনা দলে ফিরেছেন লিওনেল মেসি। আর তিন মাস পরেই ব্রাজিলে শুরু হবে লাতিন আমেরিকার সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুটবল আসর কোপা আমেরিকা। টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে শুক্রবার রাতে ভেনেজুয়েলা ও তিন দিন পর মরক্কোর মুখোমুখি হবে আর্জেন্টাইনরা। ম্যাচ দুটি দিয়েই আবার অ্যালবিসেলেস্তেদের হয়ে মাঠে নামবেন মেসি। এরই মধ্যে স্পেনে দলের অনুশীলন শিবিরে যোগ দিয়েছেন এই সুপারস্টার। 

আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্ক্যালোনি ও দলের ম্যানেজমেন্ট বেশ কাঠখড় পোড়ানোর পর দলে প্রত্যাবর্তন করেন মেসি। কিন্তু প্রত্যাবর্তনের এই খুশির মধ্যে ভিন্নমত দেন আর্জেন্টিনা দলের সাবেক কোচ সিজার লুই মেনোত্তি। বর্তমানে দলের ম্যানেজারের দায়িত্বে থাকা মেনোত্তি এই মুহূর্তে মেসিকে ফেরানোর বিপক্ষে মতামত ব্যক্ত করেন।

তবে দলের ম্যানেজারের সম্পূর্ণ উল্টো মত ব্যক্ত করেছেন আর্জেন্টিনার গোলরক্ষক হুয়ান মুসো। মেসিকে আবার ফিরে পাওয়াটা দলের জন্য সম্মানজনক বলেছেন ইতালিয়ান সিরি এ’র দল উদিনেসে খেলা এই গোলরক্ষক। সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় মুসো বলেন, ‘আমরা খুবই খুশি তাঁকে আবার জাতীয় দলে ফিরে পেয়ে। দলের অন্য সব সদস্যের মতো লিও অনুশীলনে কঠোর পরিশ্রম করছে।’

আন্তর্জাতিক ম্যাচে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মেসি। অ্যালবিসেলেস্তেদের হয়ে ৬৫ গোল করা বার্সেলোনা তারকার সাম্প্রতিক ফর্মটাও নজরকাড়া। লা লিগায় ২৯ গোলসহ এ মৌসুমে বার্সার হয়ে মোট ৩৯ বার জালে বল পাঠিয়েছেন মেসি। ফর্মের চূড়ায় থাকা এমন মেসিকে পেয়ে ভালো করতে আশাবাদী আর্জেন্টাইন গোলরক্ষক বলেন, ‘আমাদের ওপর যে প্রত্যাশাটা আছে আশা করি, সবাই মিলে সেটা পূরণ করতে পারব। আশা করি, কাঙ্ক্ষিত ফলাফল পাব আমরা।’

সিলেটভিউ ২৪ডটকম/২০ মার্চ ২০১৯/এমএইচআর

সৌজন্যেঃ এনটিভি নিউজ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.