Sylhet View 24 PRINT

বাংলাদেশের স্বাধীনতা দিবসে লা লিগার আবেগঘন শুভেচ্ছা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-২৬ ১৩:৫৩:২৪

আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার ঘোষণা দেয় বাঙালি জাতি। এরপর নয় মাসের রক্তস্নাত লড়াইয়ে ৩০ লক্ষ প্রাণের দামে স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। পৃথিবীর বুকে জন্ম নেয় বাংলাদেশ নামক নতুন একটি রাষ্ট্র। আজ ৪৯তম স্বাধীনতা দিবসের গৌরবময় দিনে দেশ ও দেশের বাইরে অসংখ্য মানুষ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বাঙালি জাতিকে শুভেচ্ছা জানাচ্ছেন। বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানোর এ তালিকায় যুক্ত হলো পৃথিবী বিখ্যাত ফুটবল আসর স্প্যানিশ লা লিগা। 

আজ বাঙালি জাতির মহান এই দিনটিতে আনুষ্ঠানিক শুভেচ্ছা জানিয়েছে স্পেনের পেশাদার ফুটবল লিগ লা লিগা। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বাংলায় এ শুভেচ্ছা জানিয়েছে লিগটি। তাতে স্প্যানিশ লিগের লোগো ও বাংলাদেশের পতাকা সংযুক্ত করেছে কর্তৃপক্ষ। পতাকার পাশে বাংলায় লিখেছে ‘স্বাধীনতা দিবস’।

ইংরেজি আদ্যাক্ষরে বাংলায় লেখা পোস্টে লা লিগা লিখেছে, ‘লা লিগার তরফ থেকে, সকলকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা।’ 

ফেসবুক পোস্টটি দেওয়ার ৩০ মিনিটের মধ্যেই প্রায় ৩১ হাজার লাইক পড়েছে। প্রায় ২০০০ জন মন্তব্য করেছেন। শেয়ারের সংখ্যাও ৫৩৪৭ ছাড়িয়েছে।
সিলেটভিউ ২৪ডটকম/২৬ মার্চ ২০১৯/এমএইচআর

সৌজন্যেঃ এনটিভি নিউজ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.