Sylhet View 24 PRINT

দুই ম্যাচ খেলেই বড় দুঃসংবাদ পেল ভারত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-১১ ১৬:৪২:৩৫

সিলেটভিউ ডেস্ক :: দুই ম্যাচ খেলেই বড় দুঃসংবাদ পেল ভারত। ইনজুরির কারণে দলটির ইনফর্ম ওপেনার শিখর ধাওয়ান ছিটকে পড়েছেন। তাকে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ের সময় চোট পান ধাওয়ান। অজি পেসার নাথান কোল্টার নাইলের লাফিয়ে ওঠা বল তার বাঁ হাতের বুড়ো আঙুলে আঘাত করে। পরে ওই ম্যাচে ফিল্ডিং করতে পারেননি তিনি।

সেই চোটই ধাওয়ানকে লম্বা সময় খেলার বাইরে ঠেলে দিয়েছে। আঙুলে চিড় ধরা পড়েছে তার। সেরে ওঠা সময়সাপেক্ষ ব্যাপার। অন্তত তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে ভারতীয় ব্যাটিং অর্ডারের অন্যতম ভরসাকে। এ সময়ে নিউজিল্যান্ড, পাকিস্তান, আফগানিস্তান, উইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন না তিনি।

বৈশ্বিক আসরে বরাবরই ধাওয়ানের পারফরম্যান্স ঈর্ষা জাগানিয়া। ক্রিকেটের সর্বোচ্চ আসরে ছয় সেঞ্চুরি আছে তার। ২০১৫ বিশ্বকাপে হাঁকান দুটি। চলতি বিশ্বকাপেও পেয়েছেন একটি। চলমান আসরে ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াবধের নায়ক ছিলেন তিনিই।

ইতিমধ্যে ওপেনিংয়ে ধাওয়ানের বিকল্প ভাবতে শুরু করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। রোহিত শর্মার সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করতে দেখা যেতে পারে লোকেশ রাহুলকে।

মিডলঅর্ডারে সুযোগ পেতে পারেন দীনেশ কার্তিক কিংবা বিজয় শঙ্কর। ভারতের গভীর ব্যাটিং লাইনআপ বাঁহাতি ওপেনারের অভাব ঘোচাতে পারে কিনা- এখন তাই দেখার। তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে



সৌজন্যে : যুগান্তর

সিলেটভিউ ২৪ডটকম/১১ জুন ২০১৯/গআচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.