Sylhet View 24 PRINT

লিটনের আউট নিয়ে ফেসবুকে ঝড়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-২৪ ১৭:১০:৩৩

সিলেটভিউ ডেস্ক :: বিশ্বকাপের ৩১তম ম্যাচে হ্যাম্পশায়ারে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই সতর্ক বাংলাদেশ।

ম্যাচে রণকৌশলে পরিবর্তন আনা হয় টাইগার শিবিরে। তামিম ইকবালের সঙ্গে বরাবরের মতো সৌম্যর স্থানে ব্যাট করতে নামেন লিটন দাস। কিন্তু বড় করতে পারেননি তার ইনিংস। ১৬ রানে আউট হয়ে ফেরেন লিটন। উইকেটটি পান আফগান স্পিনার মুজিব।
লিটনের শটে বল যায় শাহিদীর হাতে। বলটি লুফে নেন তিনি। আম্পায়ার সফট সিগন্যাল আউট দিয়ে পাঠান তৃতীয় আম্পায়ারের কাছে। আর তৃতীয় আম্পায়ার আলিম দার আউটের সিদ্ধান্ত দেন। এরপরই ফেসবুকে শুরু হয় সামালোচনার ঝড়। টাইগার ভক্তরা দাবি করছেন আউটের সিদ্ধান্ত সঠিক হয়নি। এমনকি ক্যাচের সেই মুহূর্তটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। ফেসবুকে শুরু হয়েছে নানা রকম মন্তব্য।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফরোজা ফেসবুকে লিখেছেন, এটা কি করে আউট হয়? আলিম দার কি সিদ্ধান্ত দিলেন।

ডা. মোহাম্মদ আলী লিখেছেন, এটা কি আম্পায়ার?

প্রবাসী সাংবাদিক কামরুল হাসান জনি লিখেছেন, লিটনের ক্যারিয়ার লম্বা হতে কি দিবে না আলিম দার?

সাংবাদিক আনিসুল বুলবুল লিখেছেন, গোটা বিশ্ব দেখল বল মাটিতে আর আলিম দার দিলেন আউট...

আনির্বাণ অনি লিখেছেন, আউটটা ডাউট লাগল।


সৌজন্যে : বিডি প্রতিদিন

সিলেটভিউ ২৪ডটকম/২৪ জুন ২০১৯/গআচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.