Sylhet View 24 PRINT

আম্পায়ারের জোড়া ভুল, সাকিব বেঁচে গেলেও লিটন পারেননি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-২৪ ১৭:২৯:৪২

সিলেটভিউ ডেস্ক :: ১৮ ওভারে ২ উইকেটে ৮৫ রান বাংলাদেশের। লিটন ফিরেছেন আম্পায়ারের প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তের শিকার হয়ে। ভালো খেলতে থাকা তামিম ফিরেছেন নিজের ভুলে

বিশ্বকাপে সেমিফাইনালের স্বপ্নটা জিইয়ে রাখার জন্য তো বটেই, নিজেদের ক্রিকেটীয় অহম ধরে রাখার লড়াইও এটি। এ কারণেই আফগানিস্তানের বিপক্ষে আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা-মরার। এমন একটা ম্যাচে বাংলাদেশ শুরুতেই আম্পায়ারের প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তের শিকার। লিটনের আউট নিয়ে প্রশ্নটা থেকে যাচ্ছে। সেই ধাক্কা দেওয়া তামিম অবশ্য ফিরেছেন নিজের ভুলে। পরের বলেই ফিরতে পারতেন সাকিব। আম্পায়ারের আরেকটি ভুল সিদ্ধান্ত! এবার রিভিউ নিয়ে বেঁচে গেছেন সাকিব। ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া এক রিভিউ? সময়ই বলে দেবে।

দুটি ভুল সিদ্ধান্তই দিয়েছেন আম্পায়ার রিচার্ড ক্যাটেলবরো। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে শর্ট কাভারে লিটনের বলটা লুফে নিয়েই হাশমতউল্লাহ শহিদি উল্লাস শুরু করে দেন। ক্যাটেলবরো নিশ্চিত ছিলেন না আউট কি না। সফট সিগনাল আউট দেখিয়ে সিদ্ধান্তটা নিতে তিনি পাঠান তৃতীয় আম্পায়ারের কাছে। রিপ্লে দেখে মনে হয়েছে, বলটা তালুবন্দী হওয়া আগে মাটি ছুঁয়েছিল। মাঠের আম্পায়ারের সফট সিগন্যালের কারণেই তৃতীয় আম্পায়ার আলিম দারও আউট দিয়ে দেন। লিটনের বিশ্বাসই হচ্ছিল না। মাঠে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মাথা নাড়তে নাড়তে ড্রেসিংরুমে ফিরেছেন আজ ওপেনারের ভূমিকায় তামিমের সঙ্গী হওয়া লিটন।

শুরুতেই এমন সিদ্ধান্তের শিকার হওয়ার পর তামিম-সাকিব মিলে অবশ্য বেশ সামাল দিচ্ছিলেন। ২৫ রান উঠেছে এ জুটিতে। দারুণ এক চার মেরে পরের বলে নবীকে ব্যাকফুটে কাট করতে গিয়ে বোল্ড হয়ে যান তামিম (৩৬)। সেটি ছিল ওভারের শেষ বল। রশীদের করা পরের ওভারের প্রথম বলে এলবিডব্লুর আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। সাকিব কোনো দ্বিধা ছাড়াই রিভিউ চান। বল ট্র্যাকিংয়ে দেখা যায়, বেলের ইঞ্চির চারেক ওপর দিয়ে চলে যেত বল। বেঁচে যান সাকিব। তৃতীয় আম্পায়ার দারের উচিত ছিল লিটনের ব্যাপারেও একই ভূমিকা নেওয়া। ভিডিও রিপ্লে দেখার পরও দার কেন লিটনকে আউট ঘোষণা করলেন, সেটা নিয়ে বিতর্ক হচ্ছে।  

এ ম্যাচে বাংলাদেশ দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন দুজনই। চোটের কারণে এ দুজনের কেউই ছিলেন না ট্রেন্টব্রিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান।


সৌজন্যে : প্রথম আলো

সিলেটভিউ ২৪ডটকম/২৪ জুন ২০১৯/গআচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.